ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আজ আসছে ব্যাংক-ইন্স্যুরেন্সসহ ১২ কোম্পানির ইপিএস

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১৪ ১০:০৭:৫২
আজ আসছে ব্যাংক-ইন্স্যুরেন্সসহ ১২ কোম্পানির ইপিএস

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ, শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানি আজ প্রকাশ করতে যাচ্ছে তাদের প্রথম প্রান্তিকের আয় বা ইপিএস (শেয়ার প্রতি আয়)। বুধবার, ১৪ মে বিকেলে বসছে এসব কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা, যেখানে উন্মোচিত হবে চলতি ২০২৪–২৫ অর্থবছরের মার্চ পর্যন্ত সময়ের আর্থিক পারফরম্যান্সের চিত্র।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য বলছে, আজ বোর্ড সভায় বসতে যাচ্ছে যেসব কোম্পানি, তাদের তালিকায় রয়েছে—

ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, পিপলস লিজিং, বাটা সু, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ফাইন্যান্স।

এই সভাগুলোর মূল আলোচ্য বিষয় হবে: প্রথম প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল বিশ্লেষণ, মুনাফার পরিমাণ নির্ধারণ, এবং শেয়ার প্রতি আয় (EPS) ঘোষণা। অনেক ক্ষেত্রে, ভবিষ্যৎ করপোরেট কৌশল নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।

ইপিএস বা শেয়ার প্রতি আয় হচ্ছে কোম্পানির আয়-দক্ষতার একটি আয়না। এটি যত উজ্জ্বল, বিনিয়োগকারীদের আস্থা তত দৃঢ় হয়। তাই আজকের এই ঘোষণাগুলোর দিকে নজর রাখছেন ছোট-বড় সব ধরনের বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকরা।

কার আয় বাড়ল, কার আয় কমল—তা আজ সন্ধ্যা থেকেই পরিষ্কার হয়ে যাবে। এই ১২ কোম্পানির আয়-চিত্র হয়তো ঘুরিয়ে দিতে পারে পুরো বাজারের সেন্টিমেন্ট।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ