ঢাকা, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

আইপিএলে মুস্তাফিজ, পিএসএলে দল পেলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১৪ ২০:৩৬:১৭
আইপিএলে মুস্তাফিজ, পিএসএলে দল পেলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: আইপিএলে কিছুক্ষণ আগে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বোলিং হোক বা ব্যাটিং—ক্রিজে দাঁড়ালেই আলাদা কিছু করে দেখানোর নাম সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ইতিহাস গড়া এই টাইগার অলরাউন্ডার আবারও নাম লেখাতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

এইবার তার গন্তব্য লাহোর কালান্দার্স।

বুধবার সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি—এমনটাই জানিয়েছে ক্রিকেটসংক্রান্ত বিশ্বস্ত একটি সূত্র। বাংলাদেশের একমাত্র বিশ্বমঞ্চ কাঁপানো অলরাউন্ডারকে পাওয়া যে লাহোরের জন্য বিশাল অর্জন, তা বলাই বাহুল্য।

২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএল মঞ্চে পা রেখেছিলেন সাকিব। সেই অভিষেকেই বাজিমাত—৩৫ বলে ঝড়ো ৫১ রান আর বল হাতে ১ উইকেট। ম্যাচসেরার পুরস্কার নিয়ে জানান দিয়েছিলেন, কেন তিনি বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন।

পরবর্তী সময়ে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন তিনি। তবে চোট আর জাতীয় দলের ব্যস্ত সূচি মিলিয়ে তাকে দেখা যায়নি প্রতিটি আসরে। এত কিছুর পরও, পিএসএলের রঙিন পরিসংখ্যানে সাকিবের নাম জ্বলজ্বল করছে।

এখন পর্যন্ত ১৪ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৮১ রান, গড় ১৬.৩৬, স্ট্রাইক রেট ১০৭.১৪। আর বল হাতে নিয়েছেন ৮টি উইকেট, ৭.৩৯ ইকোনমি রেটে।

চলতি মৌসুমে যদিও রাজনৈতিক টানাপোড়েনের কারণে থমকে গিয়েছিল টুর্নামেন্টের গতি। পাকিস্তান-ভারতের দ্বন্দ্বে মাঝপথে পিএসএল স্থগিত হওয়ার গুঞ্জন ছড়ায়। তবে নতুন করে প্রাণ পেতে যাচ্ছে প্রতিযোগিতাটি, আর সেই জায়গাতেই নতুন করে আলো ছড়াতে নামছেন সাকিব আল হাসান।

সাকিব মানেই আশার আলো।

সাকিব মানেই প্রত্যাবর্তনের গল্প।

এবারও সেই গল্পেই হয়তো নতুন কোনো অধ্যায় যোগ হতে চলেছে লাহোর কালান্দার্সের হয়ে তার পিএসএল অভিযানে।

FAQ (প্রশ্নোত্তর):

প্রশ্ন ১: সাকিব আল হাসান এবার কোন দলের হয়ে পিএসএলে খেলবেন?

উত্তর: সাকিব আল হাসান এবার পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন।

প্রশ্ন ২: সাকিব এর আগে কোন কোন দলে খেলেছেন পিএসএলে?

উত্তর: তিনি করাচি কিংস, পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন।

প্রশ্ন ৩: সাকিব পিএসএলে এখন পর্যন্ত কত ম্যাচ খেলেছেন?উত্তর: সাকিব আল হাসান পিএসএলে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছেন।

প্রশ্ন ৪: মুস্তাফিজ কোন দলের হয়ে আইপিএলে খেলছেন?

উত্তর: মুস্তাফিজুর রহমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি—জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড সিরামিকস—চলতি সপ্তাহে বোর্ড সভার মাধ্যমে ২০২৪ হিসাব বছরের ডিভিডেন্ড... বিস্তারিত