ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পদত্যাগ গুজব নিয়ে গণমাধ্যমকে বিএসইসি চেয়ারম্যানের কঠোর হুঁশিয়ারি

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১৯ ১৭:১০:১৪
পদত্যাগ গুজব নিয়ে গণমাধ্যমকে বিএসইসি চেয়ারম্যানের কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রণকর্তা হিসেবে দায়িত্ব পালনে মনোনিবেশ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। কিন্তু মাঝে মাঝে ছড়ানো হচ্ছে তার পদত্যাগের গুঞ্জন, যা তিনি সরাসরি অস্বীকার করেছেন এবং এটিকে ‘খালি বাতাসে গুজব ছড়ানোর চেষ্টার’ ফল বলেছেন।

সোমবার (১৯ মে) সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বললেন, “আমি আসলাম প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা নিয়ে কাজ করার জন্য। অথচ কিছু গণমাধ্যম তা নিয়ে গুজব তৈরি করে বলল, আমি পদত্যাগ করব! এটা কি যুক্তিসঙ্গত? আপনারা কী খবর বানিয়ে ফেলছেন?”

বিএসইসি চেয়ারম্যান আরও যোগ করেন, “আমার আমেরিকা জীবনের পটভূমি জানেন সবাই — ১২ বছর ট্যাক্স ফাইল করেছি, নিউইয়র্কে বেতন পেতাম, বোনাস পেতাম। তারপরও দেশে এসে সরকারি চাকরিতে অধিষ্ঠিত হয়েছি, দেশের জন্য কাজ করতে। তাই এসব গুজব আমাকে আটকাতে পারবে না।”

তিনি জানান, বৈঠকে মূলত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দায়িত্ব বণ্টন নিয়ে। “এগুলো আমাদের কাজ না হলেও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে হবে। তাই আমি সরাসরি আসি, আর কেউ কেন গুজব ছড়ায়, এটা বুঝতে পারছি না।”

আগামী বাজেটের প্রস্তুতি ও শেয়ারবাজারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে তিনি বললেন, “আমরা আমাদের দাবি ও প্রস্তাব দিয়েছি, তবে বাজেট দাতা সরকারই সিদ্ধান্ত নেবে। শেয়ারবাজারের সুসংবাদ পেতে হলে বাজেটের অপেক্ষা করতে হবে।”

শেয়ারবাজার নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। আর গুজবের রাজ্যে তাঁর বক্তব্য স্পষ্ট — ‘কাজ চালিয়ে যাব, গুজব নয়।’

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ