ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আজকের খেলা: বাংলাদেশের ম্যাচ, আইপিএল ও পিএসএল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ২১ ০৯:৪৯:৩০
আজকের খেলা: বাংলাদেশের ম্যাচ, আইপিএল ও পিএসএল

নিজস্ব প্রতিবেদক: আজ ক্রিকেট থেকে ফুটবল—সবখানেই জমজমাট দিন কাটাতে যাচ্ছে ক্রীড়ামোদীরা। টি–টোয়েন্টি থেকে শুরু করে টেস্ট, আইপিএল, পিএসএল, মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ—সব ধরনের ক্রিকেটেই রয়েছে গুরুত্বপূর্ণ লড়াই। সেই সঙ্গে ফুটবলেও রয়েছে ইউরোপা লিগের ফাইনালসহ সৌদি প্রো লিগের ম্যাচ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি গুরুত্বপূর্ণ মুখোমুখি। নিচের সূচিতে দেখে নিন আপনার প্রিয় খেলা কখন, কোন চ্যানেলে সম্প্রচার হবে:

খেলা / প্রতিযোগিতাম্যাচসময়সম্প্রচারকারী চ্যানেল
টি–টোয়েন্টি বাংলাদেশ – আরব আমিরাত (৩য় টি–টোয়েন্টি) রাত ৯টা টি স্পোর্টস
আনঅফিসিয়াল টেস্ট বাংলাদেশ ‘এ’ – নিউজিল্যান্ড ‘এ’ (২য় টেস্ট, ১ম দিন) সকাল ১০টা টি স্পোর্টস
আইপিএল মুম্বাই ইন্ডিয়ানস – দিল্লি ক্যাপিটালস রাত ৮টা স্টার স্পোর্টস ১
পিএসএল কোয়েটা – ইসলামাবাদ (১ম কোয়ালিফায়ার) রাত ৮:৩০ মি. নাগরিক টিভি
মেয়েদের টি–টোয়েন্টি ইংল্যান্ড – ওয়েস্ট ইন্ডিজ (১ম টি–টোয়েন্টি) রাত ১১:৩০ মি. সনি স্পোর্টস টেন ১
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঢাকা আবাহনী – চট্টগ্রাম আবাহনী বিকেল ৪টা টি স্পোর্টস ইউটিউব
বাংলাদেশ প্রিমিয়ার লিগ পুলিশ এফসি – ফর্টিস এফসি বিকেল ৪টা টি স্পোর্টস ইউটিউব
সৌদি প্রো লিগ আল নাসর – আল খালিজ রাত ১০:১০ মি. সনি স্পোর্টস টেন ৫
সৌদি প্রো লিগ আল ওয়েহদা – আল হিলাল রাত ১২টা সনি স্পোর্টস টেন ৫
উয়েফা ইউরোপা লিগ (ফাইনাল) টটেনহাম – ম্যানচেস্টার ইউনাইটেড রাত ১টা সনি স্পোর্টস টেন ২

আজকের ম্যাচগুলোর মধ্যে বিশেষ করে ইউরোপা লিগের ফাইনাল ও বাংলাদেশ–আমিরাত টি–টোয়েন্টি ঘিরে রয়েছে ভক্তদের বাড়তি আগ্রহ। চোখ রাখুন আপনার প্রিয় স্ক্রিনে, মিস করবেন না কোনো অ্যাকশন!

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ