পদত্যাগের পথে ফারুক, বিসিবির নেতৃত্বে নাটকীয় মোড়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেন শুরু হয়েছে আরেকটি খেলার নতুন ইনিংস—তবে এটি মাঠে নয়, বরং বোর্ডরুমে। অনেকটা নীরবেই জমে উঠেছে বিসিবির শীর্ষপদ ঘিরে নাটক। সভাপতি ফারুক আহমেদের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে, আর গুঞ্জনের ঢেউয়ে ভাসছে এক পরিচিত নাম—আমিনুল ইসলাম বুলবুল।
গত বছরের আগস্টে বিসিবির সভাপতি পদে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দেশের রাজনৈতিক পরিবর্তনের পর দায়িত্ব পেলেও খুব বেশিদিন শান্তিতে কাটেনি তার সময়। বোর্ড পরিচালনা ও সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। সেই সমালোচনার ঝড় এখন তাকে টেনে নিয়ে যাচ্ছে পদত্যাগের দুয়ারে—এমনটাই বলছে ক্রীড়াঙ্গনের ভেতরের খবর।
গতকাল (বুধবার) রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এক গোপন বৈঠক হয়েছে ফারুকের। সেখানে তার কাছে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে—সরকার তাকে বিসিবির নেতৃত্বে আর দেখতে চায় না। যদিও ফারুক নিজে বলেছেন, ‘উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। শুধু বলেছেন, আমাকে আর তারা কন্টিনিউ করাতে চান না।’ তার কণ্ঠে ছিল দ্বিধা আর অপেক্ষার সুর, ‘এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। দেখা যাক, কী হয়।’
এই ‘দেখা যাক’ এর আড়ালে যে প্রস্তুতি চলছে, তা হচ্ছে নতুন একজন সভাপতির আগমন। আর সেই নতুন নামটি ঘিরেই জোর গুঞ্জন—বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, সাবেক অধিনায়ক, এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।
তবে তার বিসিবির চেয়ারে বসা খুব সহজ হবে না। নিয়ম অনুযায়ী, তাকে প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর করা হবে। এরপর তাকে বিসিবির পরিচালক মনোনীত করতে হবে। তারপর পরিচালকদের মধ্য থেকেই নির্ধারিত হবে নতুন সভাপতি। সেই পথে হাঁটতে হলে সময় ও রাজনৈতিক সমর্থন—দু’টিই লাগবে।
বিসিবির ইতিহাসে এরকম আরও একটি প্রশ্ন সামনে এসেছে—একই মেয়াদে জাতীয় ক্রীড়া পরিষদ কতবার পরিচালক পরিবর্তন করতে পারে? এর আগে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনূস। পরে আসেন ফারুক ও ফাহিম। এখন বুলবুল এলে এটি হবে তৃতীয় পরিবর্তন। বিসিবির গঠনতন্ত্রে এ বিষয়ে সুস্পষ্ট কিছু না থাকলেও আইসিসি স্বীকৃত কাঠামো অনুযায়ী এটি আইনগতভাবে বৈধ।
আগামী ৩১ মে, শনিবার, বিসিবির জরুরি বোর্ড সভা। সেদিন হয়তো স্পষ্ট হয়ে যাবে—ফারুক কি বিদায় নিচ্ছেন? আর বুলবুল কি বাংলাদেশ ক্রিকেটের নতুন স্টিয়ারিং হুইল হাতে নিতে যাচ্ছেন?
চোখ এখন বিসিবির দরজায়। ক্রীড়াঙ্গনের বাতাসে ভেসে বেড়াচ্ছে নেতৃত্ব বদলের গন্ধ। অপেক্ষা শুধু চূড়ান্ত বাঁশির। তখনই জানা যাবে—এই ইনিংসে কে হচ্ছেন নতুন ক্যাপ্টেন?
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া লাইভ: সরাসরি দেখুন (Live)
- আজকের সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত জেনে নিন
- শেয়ার বাজারে কারসাজি: ২২ বিনিয়োগকারীকে ৪০০ কোটি টাকার দণ্ডাদেশ হাইকোর্টে বহাল
- শেয়ারবাজারে বড় ঘোষণা: ৪৪ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ, আসছে ইপিএস
- শেয়ার বাজারে কারসাজি: ১৩ পক্ষকে প্রায় ১৩ কোটি টাকা জরিমানা বিএসইসির
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: রনির ব্যাটিং ঝড়, ৭২ বলে ২৪৫, শেষ ম্যাচ, জানুন ফলাফল
- "তোর পি ‘রি’য়ড শেষ হলে চলে আসিস!" – বাংলাদেশের নারী ক্রিকেটারকে যৌ‘ন নির্যা‘তন
- আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া লাইভ: সরাসরি দেখুন (Live)
- সামিট অ্যালায়েন্স পোর্টের লভ্যাংশ ও ইপিএসে চমক
- ন্যাশনাল টিউবসের নগদ লভ্যাংশ ঘোষণা
- ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা
- আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ওয়াটা কেমিক্যালসের শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা
- লিভারের জন্য সবচেয়ে ক্ষতিকর সিরাপ, অজান্তেই খাচ্ছেন প্রতিদিন
- আজকের সোনার দাম: দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত