পদত্যাগের প্রশ্নে রহস্যজাল, খেলামেলা উত্তর দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগ করবেন কি না—এই এক প্রশ্নে কয়েক সপ্তাহ ধরে সরগরম বাংলাদেশ। আলোচনার কেন্দ্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে তিনি যেন সেই পুরনো কথাটাই মনে করিয়ে দিলেন—“চুপ থাকাও একধরনের কূটনীতি”।
জাপানের টোকিওতে ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের এক ফাঁকে যখন আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিক্কি এশিয়া তাঁকে সরাসরি প্রশ্ন করে, “আপনি কি পদত্যাগ করতে যাচ্ছেন?”—তখন ইউনূসের জবাব হয় আরেক প্রশ্ন। “বাংলাদেশে এই প্রশ্নের উত্তর দিইনি। জাপানে এসে দিলে তো আমার জন্য আরও বিপদ হবে।”
জবাবটা এমনভাবে এলো, যেন প্রশ্নের জবাব নয়, বরং একরাশ ধোঁয়াশা উপহার। একদিকে দেশের রাজনীতির উত্তাপ, অন্যদিকে ড. ইউনূসের এই ঠান্ডা, মেপে-মেপে কথা বলার কৌশল—দুয়ের টানাপোড়েনে তৈরি হলো এক রহস্যের আবরণ।
এর আগেই এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করেছিলেন, ড. ইউনূস পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। সেই খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। এখন সেই আগুন নিভেছে কি না, জানা যায়নি, তবে ছাইয়ের নিচে কিছু গুঁড়ি কি এখনো জ্বলছে?
রাজনীতি নিয়ে কিছু না বললেও, অর্থনীতির ময়দানে ইউনূস বেশ সরব। সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নতুন বাণিজ্য অংশীদার হিসেবে দেখতে চান। তাঁর কথায়, “আমরা প্রচুর সুতা কেনাকাটা করি ভারত ও মধ্য এশিয়ার দেশগুলো থেকে। এবার আমরা ভাবছি—সেটা যুক্তরাষ্ট্র থেকে কেন নয়?”
এই প্রস্তাব শুধু একটি বাণিজ্য চুক্তির সম্ভাবনা নয়, এটি একধরনের কূটনৈতিক চাল। কারণ, যুক্তরাষ্ট্র সম্প্রতি হুমকি দিয়েছে, বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক বসাবে। আর এই অবস্থায় ড. ইউনূস বলছেন, “হুমকি নয়, এটা আমাদের জন্য সুযোগ।”
যুক্তরাষ্ট্রের ‘কটন বেল্ট’ রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার সুযোগও দেখছেন তিনি। তুলা উৎপাদনকারী মার্কিন রাজ্যগুলোর প্রতিনিধিরা কংগ্রেসে প্রভাবশালী, আর তাঁরা যদি বাংলাদেশে বাজার পান—তবে রাজনৈতিক বন্ধুত্বও গাঢ় হতে পারে।
সাম্প্রতিক হিসাব বলছে, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে ৬.৮ বিলিয়ন ডলারের পণ্য, আর আমদানি করেছে ২.৫ বিলিয়ন ডলারের। সুতা ও তুলার আমদানি মাত্র ৩৬১ মিলিয়ন ডলারের। অথচ বাংলাদেশের প্রয়োজন ৭.৯ বিলিয়ন ডলারের তুলা ও সুতা—বড় একটা অংশ আসে ভারত, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান থেকে। ড. ইউনূস বলছেন, এই চাহিদার একটি বড় অংশ এবার যুক্তরাষ্ট্র থেকেই আসতে পারে।
শুধু সুতা নয়, তেল-গ্যাসের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য সরবরাহকারী হিসেবে বিবেচনা করছেন তিনি। সাধারণত মধ্যপ্রাচ্য থেকে যেসব জ্বালানি আমদানি হয়, এবার সেই রুটে পরিবর্তনের আভাস দিলেন এই নোবেলজয়ী।
তবে সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল তাঁর স্বীকারোক্তি—সাবেক সরকারের সময় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার ইতোমধ্যে জব্দ করা হয়েছে বলে দাবি তাঁর। সেই অর্থের ব্যবহার নিয়েও বড় স্বপ্ন দেখাচ্ছেন ড. ইউনূস। বলছেন, “এই টাকা দিয়ে আমরা গড়ব সার্বভৌম সম্পদ তহবিল। বিনিয়োগ করব শিক্ষা, স্বাস্থ্য আর তরুণ উদ্যোক্তাদের স্বপ্নে।”
এ যেন শুধু অর্থনীতি নয়—একটি নতুন সমাজ গঠনের রূপরেখা।
সব মিলিয়ে দৃশ্যপটটা এমন—প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যখন আলোচনার ঢেউ, তখন ড. ইউনূস উঠে দাঁড়িয়েছেন এক নতুন কূটনৈতিক অঙ্কে। প্রশ্নের জবাব না দিয়ে তিনি হয়তো সময় কিনছেন। অথবা বলছেন অনেক কিছু—নিরব ভাষায়।
কারণ, কিছু কিছু কথা না বললেও—সবাই ঠিকই বুঝে ফেলে।
FAQ (প্রশ্নোত্তর)
প্রশ্ন: ড. ইউনূস কি সত্যিই পদত্যাগ করছেন?
উত্তর: সরাসরি ‘না’ না বললেও ড. ইউনূস জাপানে বলেন, “বাংলাদেশে আমি এই প্রশ্নের উত্তর দিইনি। জাপানে এসে দিলে তো আরও ঝামেলা হবে।” অর্থাৎ, তিনি প্রশ্নটি এড়িয়ে গেছেন।
প্রশ্ন: যুক্তরাষ্ট্র থেকে সুতা ও জ্বালানি কেনার পরিকল্পনার পেছনে যুক্তি কী?
উত্তর: যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এর পাল্টা হিসেবে বাংলাদেশ সুতা ও জ্বালানি আমদানির মাধ্যমে বাণিজ্য ভারসাম্য আনতে চায়।
প্রশ্ন: পাচারকৃত অর্থ দিয়ে কী করার পরিকল্পনা সরকারের?
উত্তর: ড. ইউনূস জানিয়েছেন, জব্দকৃত অর্থ দিয়ে একটি সার্বভৌম তহবিল গড়ে তা শিক্ষা, স্বাস্থ্য ও তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে।
প্রশ্ন: এই সাক্ষাৎকার কোথায় নেওয়া হয়েছে?
উত্তর: জাপানের টোকিওতে ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎকারটি নেয় নিক্কি এশিয়া।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ প্রকাশ SSC Board Challenge Result 2025: কখন কোথায় কিভাবে রোল দিয়ে দেখবেন
- আগামীকাল ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জানুন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- আজ এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশ, ঘরে বসে দেখবেন যেভাবে
- SSC Board Challenge Result: কবে ও কোথায় পাবেন, রোল দিয়ে দেখুন
- SSC Board Challenge Result 2025 প্রকাশ: জানুন কলেজ ভর্তি ও ফল আপডেটের নিয়ম
- আগামীকাল ৫ আগস্ট থেকে টানা ৫ দিন ছুটি আপনি পাবেন যেভাবে
- বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া: ৩০ মিনিটেই দুই গোল
- SSC Board Challenge Result 2025: ১০ আগস্ট ফল প্রকাশ ঘরে বসেই দেখবেন যেভাবে
- SSC Board Challenge Result 2025: রোল দিয়ে রেজাল্ট দেখুন PDF লিংকে
- ৫ আগস্ট সরকারি ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- শুরু বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: খেলাটি লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম লাওস: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া: পেনাল্টি থেকে ৯০ মিনিটের খেলা শেষ
- এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই: কখন মাঠে নামছে বাংলাদেশ, দেখুন সূচি
- বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া লড়াই: ম্যাচটি লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি