ফারুকের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি, মুখ খুললেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক: রাজনীতির পট পরিবর্তনের ঢেউ যখন দেশের সর্বস্তরে, তখন ক্রিকেট-প্রশাসনও ছিল সেই ঢেউয়ের ছোঁয়ায়। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের রেশ ধরে বদলে যায় অনেক কিছু, যার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। মাত্র নয় মাসের ব্যবধানে সভাপতি পদ থেকে বিদায় নিতে যাচ্ছেন ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বৃহস্পতিবার রাতে তার কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর বিষয়টি এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।
এর মধ্যেই আলোচনার কেন্দ্রে এক পরিচিত নাম—আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, সাবেক অধিনায়ক, আইসিসির ডেভেলপমেন্ট অফিসার, এবং এখন বিসিবির অন্তর্বর্তী পর্বের সম্ভাব্য চালক। তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছে এনএসসি। যদি পরিচালনা পর্ষদ সম্মতি দেয়, তাহলে সামনে বিসিবি নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্বও উঠতে পারে তার কাঁধে।
তবে হঠাৎ করেই বিসিবির কেন্দ্রবিন্দুতে চলে আসা এই সাবেক অধিনায়ক নিজের ভূমিকা নিয়ে ভীষণ সচেতন ও সংযত। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল বলেন,
"আমি এখানে এসেছি একটি কাজের জন্য—স্বচ্ছ নির্বাচন আয়োজন। আমি পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। সরকার চাইলে আমি দায়িত্ব নিয়েছি, এখন এটি শুধু প্রক্রিয়ার বিষয়।"
ক্রিকেটে একজীবন কাটানো মানুষটির কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও আছে নিরাসক্তি। বিসিবিতে দীর্ঘমেয়াদে থাকার কোনো পরিকল্পনা নেই তার।
"ক্রিকেটের উন্নয়নে সবসময়ই কাজ করেছি। কিন্তু বিসিবির মতো জায়গায় আগে কখনও কাজ করার সুযোগ পাইনি। এবার যখন এল, না বলিনি। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য—নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বটা ঠিকভাবে পালন করা। এরপর কী হবে, বলা কঠিন। আমি বিসিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই,"—বলেছেন তিনি।
বিসিবির বর্তমান প্রেক্ষাপটে তার ভূমিকা কী হবে, সেটাও এখনও অনিশ্চিত। বোর্ডের গঠনতন্ত্র সম্পর্কে নিজেই খোলাখুলি বললেন,"গঠনতন্ত্র সম্পর্কে পুরোপুরি অবগত নই। শুধু জানি, এনএসসি আমাকে মনোনয়ন দিয়েছে, বাকিটা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত।"
এই মুহূর্তে বুলবুল আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে ছুটিতে রয়েছেন। বিসিবিতে কাজ করার জন্য নিয়েছেন অনির্দিষ্টকালের ছুটি।"আইসিসি আমাকে বলেছে—‘আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। দরজা সবসময় আপনার জন্য খোলা থাকবে।’ একজন এশিয়ান হিসেবে আমি কৃতজ্ঞ এমন সহযোগিতার জন্য,"—বলেছেন বুলবুল।
ক্রিকেট-রাজনীতির টালমাটাল সময়ে বিসিবিতে এসেছেন এক নিঃস্বার্থ সেনানী হয়ে। কোনো ক্ষমতার মোহ নেই, নেই চেয়ারে বসে থাকা লোভ। শুধু চান একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডকে সঠিক পথে এগিয়ে দিতে।
সময়ের পরীক্ষায় কতটা সফল হবেন বুলবুল, সেটা ভবিষ্যতের হাতে। তবে এখনই একটুখানি আশা দেখা যাচ্ছে ক্রিকেটের আকাশে—যদি বুলবুলের মতো মানুষ দায়িত্ব নেন, হয়তো বদলানো সম্ভব পুরনো কাঠামো। এবং তার শুরুটা হলো ঠিক এখান থেকে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর, বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- একটিমাত্র চুক্তিতেই যেভাবে ভাগ্য ফিরল মিরাকলের
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য কি সিদ্ধান্ত!
- রাতে ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বিদেশি বিনিয়োগের ঝলকানি: ৬ কোম্পানিতে বাড়ছে বহুজাতিকদের আস্থা
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া: এশিয়া কাপের মাঝেই কিংবদন্তির বিদায়
- ভারত ম্যাচের আগে তারকা ক্রিকেটারকে হারালো বাংলাদেশ
- শেয়ারবাজারে প্রতারণা: গোপন কারসাজিতে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা!
- 'বি' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে অবনমন এক কোম্পানির শেয়ার
- আয় বৃদ্ধি সত্ত্বেও ডিভিডেন্ড অপরিবর্তিত:বিনিয়োগকারীরা হতাশ
- আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: টাইগারদের একাদশে দুই পরিবর্তন
- কাল দুটি কোম্পানির গুরুত্বপূর্ণ এজিএম, আসতে পারে ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত
- এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল: এক নজরে জানুন বাংলাদেশের অবস্থান
- এনবিআর-বিএসইসি'র ভুল সিদ্ধান্তে শেয়ারবাজারে বিপর্যয়