ফারুকের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি, মুখ খুললেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক: রাজনীতির পট পরিবর্তনের ঢেউ যখন দেশের সর্বস্তরে, তখন ক্রিকেট-প্রশাসনও ছিল সেই ঢেউয়ের ছোঁয়ায়। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের রেশ ধরে বদলে যায় অনেক কিছু, যার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। মাত্র নয় মাসের ব্যবধানে সভাপতি পদ থেকে বিদায় নিতে যাচ্ছেন ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বৃহস্পতিবার রাতে তার কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর বিষয়টি এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।
এর মধ্যেই আলোচনার কেন্দ্রে এক পরিচিত নাম—আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, সাবেক অধিনায়ক, আইসিসির ডেভেলপমেন্ট অফিসার, এবং এখন বিসিবির অন্তর্বর্তী পর্বের সম্ভাব্য চালক। তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছে এনএসসি। যদি পরিচালনা পর্ষদ সম্মতি দেয়, তাহলে সামনে বিসিবি নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্বও উঠতে পারে তার কাঁধে।
তবে হঠাৎ করেই বিসিবির কেন্দ্রবিন্দুতে চলে আসা এই সাবেক অধিনায়ক নিজের ভূমিকা নিয়ে ভীষণ সচেতন ও সংযত। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল বলেন,
"আমি এখানে এসেছি একটি কাজের জন্য—স্বচ্ছ নির্বাচন আয়োজন। আমি পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। সরকার চাইলে আমি দায়িত্ব নিয়েছি, এখন এটি শুধু প্রক্রিয়ার বিষয়।"
ক্রিকেটে একজীবন কাটানো মানুষটির কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও আছে নিরাসক্তি। বিসিবিতে দীর্ঘমেয়াদে থাকার কোনো পরিকল্পনা নেই তার।
"ক্রিকেটের উন্নয়নে সবসময়ই কাজ করেছি। কিন্তু বিসিবির মতো জায়গায় আগে কখনও কাজ করার সুযোগ পাইনি। এবার যখন এল, না বলিনি। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য—নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বটা ঠিকভাবে পালন করা। এরপর কী হবে, বলা কঠিন। আমি বিসিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই,"—বলেছেন তিনি।
বিসিবির বর্তমান প্রেক্ষাপটে তার ভূমিকা কী হবে, সেটাও এখনও অনিশ্চিত। বোর্ডের গঠনতন্ত্র সম্পর্কে নিজেই খোলাখুলি বললেন,"গঠনতন্ত্র সম্পর্কে পুরোপুরি অবগত নই। শুধু জানি, এনএসসি আমাকে মনোনয়ন দিয়েছে, বাকিটা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত।"
এই মুহূর্তে বুলবুল আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে ছুটিতে রয়েছেন। বিসিবিতে কাজ করার জন্য নিয়েছেন অনির্দিষ্টকালের ছুটি।"আইসিসি আমাকে বলেছে—‘আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। দরজা সবসময় আপনার জন্য খোলা থাকবে।’ একজন এশিয়ান হিসেবে আমি কৃতজ্ঞ এমন সহযোগিতার জন্য,"—বলেছেন বুলবুল।
ক্রিকেট-রাজনীতির টালমাটাল সময়ে বিসিবিতে এসেছেন এক নিঃস্বার্থ সেনানী হয়ে। কোনো ক্ষমতার মোহ নেই, নেই চেয়ারে বসে থাকা লোভ। শুধু চান একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডকে সঠিক পথে এগিয়ে দিতে।
সময়ের পরীক্ষায় কতটা সফল হবেন বুলবুল, সেটা ভবিষ্যতের হাতে। তবে এখনই একটুখানি আশা দেখা যাচ্ছে ক্রিকেটের আকাশে—যদি বুলবুলের মতো মানুষ দায়িত্ব নেন, হয়তো বদলানো সম্ভব পুরনো কাঠামো। এবং তার শুরুটা হলো ঠিক এখান থেকে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ আগস্ট সরকারি ছুটি: কোন কোন প্রতিষ্ঠান থাকবে বন্ধ, দেখুন এক নজরে
- অনলাইনে নামজারি আবেদন: যা যা লাগবে ও কতদিনে হবে
- আগামীকাল ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জানুন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জেনে নিন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- ভূমি আইন ২০২৪: খাজনা না দিলে জমি থাকবে না আপনার
- আগামীকাল ৫ আগস্ট থেকে টানা ৫ দিন ছুটি আপনি পাবেন যেভাবে
- ৫ আগস্ট সরকারি ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- বাংলাদেশ বনাম লাওস: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ভর্তি নিয়ম ও ফল প্রকাশের তারিখ এক নজরে
- আজ বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: জানুন ম্যাচ শুরুর সময় ও পরিসংখ্যান
- ৫ আগস্ট সরকারি ছুটিসহ টানা ৫ দিনের ছুটি কিভাবে পাবেন
- এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই: কখন মাঠে নামছে বাংলাদেশ, দেখুন সূচি
- বিনিয়োগকারীদের জন্য সুখবর: শেয়ারবাজারে আসছে ১৫ বড় প্রতিষ্ঠান
- শুরু বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: সহজে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তন: ভেঙে ফেলা হলো ১৪ ব্যাংকের বোর্ড