বিসিবি সভাপতি বুলবুলের কাছে আশরাফুলের চিঠি
নিজস্ব প্রতিবেদক: দুই প্রজন্ম, দুই কিংবদন্তি—একজন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, আরেকজন ক্রিকেট বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। সময়ের ব্যবধানে আজ তারা এক ভিন্ন ভূমিকায়—আমিনুল ইসলাম বুলবুল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, আর মোহাম্মদ আশরাফুল ক্রিকেট কোচ।
তবে পেশা বদলালেও আবেগ বদলায়নি। সেই পুরোনো শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা আজও বুকভরা করে রেখেছেন আশরাফুল। তাই তো বিসিবি প্রেসিডেন্ট হিসেবে বুলবুলের দায়িত্ব গ্রহণের পর প্রকাশ্যে লিখে ফেললেন এক আবেগঘন খোলা চিঠি। সেখানে তিনি শুধু শুভকামনা জানাননি, বলেছেন ভবিষ্যতের দিকনির্দেশনাও।
চিঠির শুরুতেই আশরাফুল লিখেছেন,
“শুভকামনা ও শ্রদ্ধা প্রিয় বুলবুল ভাইকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আপনি নির্বাচিত হওয়া আমার জন্য এক অসীম আনন্দের ও গর্বের বিষয়।”
এরপর স্মরণ করলেন সেই ঐতিহাসিক মূহূর্ত—ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে বুলবুলের দুর্দান্ত সেঞ্চুরি, যেটা বদলে দিয়েছিল দেশের ক্রিকেটের পরিচয়পত্র।
আশরাফুল লিখেছেন,
“আপনি আমাদের দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, একজন সত্যিকারের ক্রিকেট আইকন, যার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট এক নতুন পথচলার সূচনা করেছিল।”
চিঠিতে উঠে এসেছে আশরাফুলের ব্যক্তিগত অভিজ্ঞতাও।
“আপনার হাত ধরে আমি কোচিংয়ে এসেছি, আপনাকে পেয়েছি দুঃসময়ে। আপনার প্রতিটি অনুপ্রেরণার বাক্য আমাকে সাহস দিয়েছে। শুধু দেশের মাঠে নয়, জাপান-চায়নার মতো আন্তর্জাতিক মঞ্চেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পেছনে আপনার অবদান অনন্য।”
তিনি বিশ্বাস রাখেন, অভিজ্ঞ এই ক্রিকেট নেতা ভাঙা সময়ে হাল ধরবেন দেশের ক্রিকেটের।“আপনি যখন দেশের ক্রিকেটের সর্বোচ্চ পদে, তখন নিশ্চিতভাবেই বিশ্বাস করি—আপনার অভিজ্ঞতা ও দূরদর্শিতা থেকেই আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট।”
চিঠির একপর্যায়ে আশরাফুল স্মরণ করলেন তাঁদের যৌথ অতীত—একসঙ্গে খেলার দিন, ড্রেসিংরুমের আবেগ, আর বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার স্বপ্ন।
“আমাদের একসাথে খেলার দিনগুলোতে যেই আবেগ, উচ্ছ্বাস আর স্বপ্ন দেখেছিলাম — এখন সময় সেই স্বপ্নগুলো বাস্তব করার। দেশের প্রতিটি তরুণ যেন আবার ক্রিকেটে নিজের ভবিষ্যৎ দেখতে পায়, সেটাই হোক আমাদের লক্ষ্য।”
চিঠির শেষটি যেন ছিল এক প্রার্থনার মতো—
“প্রিয় বুলবুল ভাই, আপনার নতুন যাত্রায় রইলো নিরন্তর ভালোবাসা, দোয়া ও অগাধ সম্মান। বাংলাদেশ ক্রিকেট আবারও জেগে উঠুক, আপনার নেতৃত্বে।”
মাঠের বাইরেও যে ক্রিকেটারেরা কতটা আবেগ ও দায়বদ্ধতায় জড়িয়ে থাকেন দেশের ক্রিকেটের সঙ্গে, আশরাফুলের এই চিঠিই তার প্রমাণ। এখন দেখার পালা—বুলবুলের নেতৃত্বে নতুন করে জেগে উঠতে পারে কি না লাল-সবুজের ক্রিকেট।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন যুগের সূচনা: বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ
- স্বর্ণের দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া লাইভ: সরাসরি দেখুন (Live)
- আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত জেনে নিন
- শেয়ার বাজারে কারসাজি: ২২ বিনিয়োগকারীকে ৪০০ কোটি টাকার দণ্ডাদেশ হাইকোর্টে বহাল
- "তোর পি ‘রি’য়ড শেষ হলে চলে আসিস!" – বাংলাদেশের নারী ক্রিকেটারকে যৌ‘ন নির্যা‘তন
- আজ আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া ম্যাচ: খেলাটি সরাসরি (Live) দেখার সহজ উপায়
- ইপিএস প্রকাশ করল স্যালভো কেমিক্যাল, নগদ প্রবাহ প্রায় দ্বিগুণ
- আসছে ১৫ কোম্পানির ইপিএস: বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া লাইভ: সরাসরি দেখুন (Live)
- আবারও বাড়লো সোনার দাম, জানুন ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- আফগানিস্তানের কোচ হচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন?
- আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- নতুন পে স্কেল: চিকিৎসা ভাতা বেড়ে যত টাকা হতে পারে