
MD. Razib Ali
Senior Reporter
জ্ঞান ফেরার পর সাকিবের সাথে কি কথা হয়েছিল জানালেন তামিম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শারীরিকভাবে এখন প্রায় স্বাভাবিক, আর মাত্র এক মাসের মতো সময়ের পর হয়তো সুখবর দিতে পারবেন তার ভক্তদের।
সাক্ষাৎকারে নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তামিম বলেন, “আমি যখন অসুস্থ ছিলাম, তখন অনেকেই আমার খোঁজ নিয়েছে। তবে সবচেয়ে কাছের যারা, তারা সবসময়ই পাশে ছিল। এই সময়টায় বুঝতে পেরেছি, কে আসলেই পাশে থাকে, কে শুধু বাইরে থেকে দেখে মন্তব্য করে।”
বিশেষভাবে তামিম স্মরণ করেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজার সহযোগিতা ও সহানুভূতির কথা। সাকিব প্রসঙ্গে তিনি জানান, যদিও সাকিব সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তবে তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তামিম বলেন, “সাকিবের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি, তবে তিনি আমার স্ত্রীকে ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। এমনকি তার বাবা-মাও আমাকে দেখতে হাসপাতালে এসেছিলেন। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
তামিম আরও বলেন, “আমরা যতই বলি সম্পর্কটা বদলে গেছে, শেষমেশ ক্রিকেট আমাদের একটা বড় ফ্যামিলি। এই সময়টায় সেটা আবারও প্রমাণ হয়েছে। অনেকেই আমার খোঁজ নিয়েছে, পাশে থেকেছে।”
মাশরাফি প্রসঙ্গে তামিম বলেন, “মাশ ভাই আমার খুব কাছের মানুষ। আমি শুনেছি, তিনি আমার অবস্থা শুনে দুই দিন ধরে শুধু কেঁদেছেন। তিনি রেগুলারলি খোঁজ নিয়েছেন আমার। আমাদের সম্পর্ক শুধু ক্রিকেট মাঠেই না, জীবনের বাইরেও অনেক গভীর।”
সবশেষে তামিম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আমরা হয়তো অনেক কিছু বলি বাইরে থেকে, কিন্তু যখন সময় আসে, তখন বোঝা যায় কারা সত্যিকারের আপন।”
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর, বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- একটিমাত্র চুক্তিতেই যেভাবে ভাগ্য ফিরল মিরাকলের
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য কি সিদ্ধান্ত!
- রাতে ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বিদেশি বিনিয়োগের ঝলকানি: ৬ কোম্পানিতে বাড়ছে বহুজাতিকদের আস্থা
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া: এশিয়া কাপের মাঝেই কিংবদন্তির বিদায়
- ভারত ম্যাচের আগে তারকা ক্রিকেটারকে হারালো বাংলাদেশ
- শেয়ারবাজারে প্রতারণা: গোপন কারসাজিতে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা!
- 'বি' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে অবনমন এক কোম্পানির শেয়ার
- আয় বৃদ্ধি সত্ত্বেও ডিভিডেন্ড অপরিবর্তিত:বিনিয়োগকারীরা হতাশ
- আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: টাইগারদের একাদশে দুই পরিবর্তন
- কাল দুটি কোম্পানির গুরুত্বপূর্ণ এজিএম, আসতে পারে ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত
- এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল: এক নজরে জানুন বাংলাদেশের অবস্থান
- এনবিআর-বিএসইসি'র ভুল সিদ্ধান্তে শেয়ারবাজারে বিপর্যয়