রুট ভাঙলেন মরগানের রেকর্ড, ইংল্যান্ডের ওয়ানডে রানমেশিন এখন তিনিই

৫২ বলে হাফসেঞ্চুরি করে গড়লেন ইতিহাস, টপকে গেলেন বিশ্বজয়ী অধিনায়ককে
নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ডের জার্সিতে আবারও ইতিহাস গড়লেন জো রুট। ওয়ানডে ক্রিকেটে এবার তিনি হয়ে গেলেন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫২ বলে হাফসেঞ্চুরি করে রুট পেছনে ফেললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউয়ন মরগানকে।
ওই ম্যাচে আগে ব্যাট করে ৩০৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে রুট খেলেন শান্ত কিন্তু কার্যকর ইনিংস। ইনিংসের মাঝপথেই তিনি পৌঁছে যান নতুন মাইলফলকে—ইংল্যান্ডের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ রান।
২০১৩ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রুটের। তারপর সময়ের সঙ্গে নিজের খেলাকে শাণিত করে গড়েছেন দুর্দান্ত এক ক্যারিয়ার। এই ম্যাচে ছিল তার ৪৩তম ফিফটি, যা আরও একবার প্রমাণ করে কেন তিনি ইংল্যান্ডের মিডল অর্ডারের ভরসার প্রতীক।
সাবেক অধিনায়ক মরগান খেলেছেন ২২৫টি ওয়ানডে, করেছেন ৬৯৫৭ রান। রুট এই ম্যাচেই সেই রেকর্ড টপকে যান, আরও একবার জানান দেন নিজের ধারাবাহিকতার। তার ব্যাটে না আছে অতিরঞ্জিত আগ্রাসন, না আছে বাহুল্য—তবুও আছে পরিণত স্ট্রোক আর আত্মবিশ্বাসে ভরা ইনিংস।
ইংল্যান্ডের ইতিহাসে এখন দ্বিতীয় স্থানে ইয়ান বেল, যিনি করেছেন ৫৪১৬ রান। তবে রুট আছেন আরও অনেকটা এগিয়ে, তিনটি বিশ্বকাপে খেলা এই ব্যাটারের সামনে সুযোগ রয়েছে আন্তর্জাতিক ওয়ানডেতে আরও ওপরে ওঠার।
তবে বিশ্ব ইতিহাসে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে রুটকে। ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় ৪৭তম স্থানে আছেন তিনি। এক নম্বরে আছেন ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকার, যার সংগ্রহ ১৮,৪২৬ রান। রুটের থেকে প্রায় ১১ হাজার বেশি।
তবু ইংলিশ ক্রিকেট ইতিহাসে আজ থেকে ‘ওয়ানডে রানমেশিন’ নামে পরিচিত হতেই পারেন জো রুট। কারণ তিনি শুধু রেকর্ড ভাঙেন না, প্রতিটি ইনিংসে দলের জন্য বিশ্বাস হয়ে থাকেন।
FAQ (প্রশ্নোত্তর):প্রশ্ন ১:ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান এখন কার?উত্তর:জো রুট এখন ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ইউয়ন মরগানের ৬৯৫৭ রান ছাড়িয়ে গেছেন।
প্রশ্ন ২:জো রুট কত রান করে এই রেকর্ড ভেঙেছেন?উত্তর:ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি করার মধ্য দিয়েই তিনি মরগানকে টপকে যান। রুটের রান সংখ্যা মরগানের তুলনায় এখন বেশি।
প্রশ্ন ৩:ওয়ানডে ইতিহাসে রুটের অবস্থান কোথায়?উত্তর:বর্তমানে তিনি ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৪৭তম স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে আছেন শচিন টেন্ডুলকার (১৮,৪২৬ রান)।
প্রশ্ন ৪:রুটের ওয়ানডে অভিষেক কবে হয়েছিল?উত্তর:জো রুটের ওয়ানডে অভিষেক হয় ২০১৩ সালে ভারতের বিপক্ষে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে নেপাল বনাম বাংলাদেশ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- নেপাল বনাম বাংলাদেশ: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- সরকারের মাস্টারপ্ল্যান: শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, তৈরি হন!
- আজ বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ও আস্থা ফেরাতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ
- আগামীকাল বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আশ্চর্যজনক উত্থান: জেড গ্রুপের ৪ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল, কেন?
- ব্রাজিল বনাম বলিভিয়া: ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যান
- সতর্ক! ১১ কোম্পানির শেয়ার ডুবছে বিনিয়োগকারীরা, বিনিয়োগে ঝুঁকি?
- বাংলাদেশ বনাম ইয়েমেন: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- বিনিয়োগকারীদের কপালে ভাঁজ: দুই খাতের ৭ শেয়ারে আশঙ্কার মেঘ
- কঠোর হুঁশিয়ারি জারি করল বাংলাদেশ সেনাবাহিনী
- নেপাল বনাম বাংলাদেশ: প্রথমার্ধ শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ইয়েমেন ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়