সন্ধ্যার আগে ৬০ কিলোমিটার বেগে ১০ অঞ্চলে ধেয়ে আসতে পারে ঝড়

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে যেন থমথমে ভাব। বাতাসে রয়েছে চাপা উত্তেজনা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যার মধ্যে দেশের ১০টি অঞ্চলে নেমে আসতে পারে ঝড়-বৃষ্টির হানা। সঙ্গে থাকবে বজ্রপাত আর ঝোড়ো হাওয়া। এরই মধ্যে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকালেই এই সতর্কবার্তা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের আকাশ যেকোনো সময় কালো হয়ে উঠতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে দমকা অথবা ঝোড়ো হাওয়া। এর সঙ্গে থাকবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।
নদীপথে যাতায়াতকারী নৌযানগুলোর জন্য রয়েছে বাড়তি সতর্কবার্তা—প্রয়োজন ছাড়া চলাচল না করতে বলা হয়েছে।
ঢাকায় গরমের দাপট, তাপমাত্রা বাড়তে পারে আরও ৩ ডিগ্রি
অন্যদিকে রাজধানী ঢাকার চিত্র একেবারেই ভিন্ন। আকাশে মেঘ নেই, বাতাসে নেই কোনো স্নিগ্ধতা। বরং সূর্য যেন আগুনের হলকা ছুড়ে দিচ্ছে শহরবাসীর উপর।
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৮৯ শতাংশ—মানে ঘাম ঝরার জন্য রোদ দরকার হচ্ছে না, শুধু বাতাসেই হাঁসফাঁস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির দেখা নেই। তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে আজ।
এই পরিস্থিতিতে চিকিৎসক ও আবহাওয়াবিদরা সতর্ক করছেন—যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকুন, পর্যাপ্ত পানি পান করুন, আর বাচ্চা ও বয়স্কদের বিশেষভাবে খেয়াল রাখুন।
ঝড় হোক বা রোদ—সতর্ক থাকাটাই এখন বুদ্ধিমানের কাজ
আবহাওয়া আজ যেন দুই রকমের গল্প বলছে—একদিকে বজ্র-ঝড়ের সতর্কবার্তা, অন্যদিকে খরতাপে পুড়ছে রাজধানী। প্রকৃতির এই মেজাজ পরিবর্তনের মাঝে সচেতনতা আর সাবধানতাই হতে পারে আজকের দিনটিকে নিরাপদ রাখার চাবিকাঠি।
আল-আমিন ইসলাম/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: চলছে ম্যাচ, বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম প্যারাগুয়ে: বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: কখন, কোথায়, কীভাবে লাইভ দেখবেন ম্যাচটি
- আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: শেষ মুহুর্তের নাটকীয় গেল, ৯০ মিনিটের খেলা শেষ
- ব্রাজিল বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা শেষ
- ব্রাজিল বনাম প্যারাগুয়ে: কখন, কোথায়, কীভাবে লাইভ দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা ১-১ কলম্বিয়া: লাল কার্ড, নাটক আর দারুণ প্রত্যাবর্তনে জমজমাট ড্র
- আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: সম্ভাব্য একাদশ, ম্যাচ শুরুর সময় ও পরিসংখ্যান
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের পেনাল্টি বিতর্ক, ফিফা স্বীকৃত রেফারি জানালেন সত্য
- এসএসসি ও সমমানের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা
- মাত্র ২৯-এ অবসর! নিকোলাস পুরানের হঠাৎ সিদ্ধান্তে শোক
- এএফসি বাছাইয়ের পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেলো বাংলাদেশ
- মারা গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক মোস্তফা মোহসীন মন্টু
- শান্ত বিদায়, বিসিবির চমক—ওয়ানডে অধিনায়ক মিরাজ!
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচসহ টিভিতে আজকের খেলা