ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

মাত্র আড়াই ঘণ্টার জন্য সিঙ্গাপুর ম্যাচ মিস করলেন কিউবা মিচেল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুন ০৫ ১৪:৪০:৪১
মাত্র আড়াই ঘণ্টার জন্য সিঙ্গাপুর ম্যাচ মিস করলেন কিউবা মিচেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সমর্থকদের জন্য এটি ছিল এক নতুন আশার আলো—প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের জাতীয় দলে অন্তর্ভুক্তির খবর। তবে সেই স্বপ্ন আপাতত পূর্ণতা পাচ্ছে না। সময়সীমার মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলতে পারলেন না এই তরুণ মিডফিল্ডার।

সম্প্রতি বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা কিউবা মিচেল। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের এই ফুটবলার মূলত জামাইকান বংশোদ্ভূত হলেও মাতৃসূত্রে বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করেন। সেই সূত্র ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার জন্য ফিফার ছাড়পত্র (NOC) আবেদন করে।

কিন্তু বেঁধে দেওয়া সময়ের আগেই সেই ছাড়পত্র হাতে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী, ফিফা থেকে ছাড়পত্র পাওয়ার সর্বশেষ সময়সীমা ছিল ৩ জুন রাত ১২টা। তবে কিউবা মিচেলের এনওসি ফিফার কাছ থেকে এসে পৌঁছায় ৪ জুন দিবাগত রাত আড়াইটা নাগাদ, সময়সীমা পেরিয়ে আরও দুই ঘণ্টা পর। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য খেলোয়াড় তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কানফিয়ানজা স্পোর্টস ম্যানেজমেন্টের কো-ফাউন্ডার আবিদ আনোয়ার জানান, “সিস্টেমে সাবমিট করার জন্য এনওসি হাতে পেতে হতো রাত ১২টার আগে। কিন্তু ফিফা তা অনুমোদন করে ১২টার অনেক পরে, ফলে কিছুই করার ছিল না। মাত্র আড়াই ঘণ্টার জন্য কিউবার খেলা মিস হয়ে গেল।”

বর্তমান পরিস্থিতিতে কিউবার সিঙ্গাপুর ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ভবিষ্যতে লাল-সবুজ জার্সিতে তার খেলার সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ফুটবলপ্রেমীদের জন্য এটি একটি সাময়িক হতাশার খবর হলেও আশার কথা হলো—চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সামনে কিউবা মিচেলকে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডে, যেটি নিঃসন্দেহে দলের শক্তি বাড়াবে।

FAQ (প্রশ্নোত্তর):

১. কিউবা মিচেল কে?

কিউবা মিচেল একজন ইংল্যান্ডে বেড়ে ওঠা প্রবাসী ফুটবলার, যিনি সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেন। মাতৃসূত্রে তিনি বাংলাদেশি নাগরিক।

২. কেন কিউবা মিচেল সিঙ্গাপুর ম্যাচে খেলতে পারলেন না?

ফিফার এনওসি নির্ধারিত সময়ের (৩ জুন রাত ১২টা) পর পাওয়ায় কিউবা মিচেলের নাম খেলোয়াড় তালিকায় অন্তর্ভুক্ত করা যায়নি।

৩. ভবিষ্যতে কিউবা মিচেল কি বাংলাদেশ দলের হয়ে খেলবেন?

হ্যাঁ, জাতীয় দলের হয়ে তার খেলার পথ উন্মুক্ত এবং ভবিষ্যতে লাল-সবুজ জার্সিতে মাঠে নামার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

৪. ফিফার এনওসি কী?

এনওসি (No Objection Certificate) ফিফার দেওয়া একটি ছাড়পত্র, যা জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রয়োজন হয়।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ