ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

টি-২০ বিশ্বকাপ কি খেলবে বাংলাদেশ? বিসিসিআইয়ের জবাবে নতুন মোড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১০ ১২:৩৫:১৮
টি-২০ বিশ্বকাপ কি খেলবে বাংলাদেশ? বিসিসিআইয়ের জবাবে নতুন মোড়

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে এক নজিরবিহীন সংকটের মুখে বিশ্ব ক্রিকেট। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট জটিলতায় ওলটপালট হয়ে গেছে বিশ্বকাপের পূর্বনির্ধারিত সূচি। ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের অনড় অবস্থানের পর তৈরি হওয়া দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে প্রতিক্রিয়া জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সংকটের মূলে ‘মোস্তাফিজ ফ্যাক্টর’

এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণকে ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ ঘনীভূত হয়েছে। ঘটনার সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মধ্য দিয়ে, যার রেশ পৌঁছেছে বিশ্বকাপের আঙিনায়। বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা প্রতিবেশী দেশে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী নয়। বাংলাদেশ বোর্ড ও আইসিসির মধ্যে চিঠি চালাচালি চললেও এতদিন বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিল ভারত।

বিসিসিআই সচিবের চাঞ্চল্যকর মন্তব্য

বাংলাদেশের ভেন্যু বদলের প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিসিআই সচিব দেভজিত সাকিয়া। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়ে দেন, ভেন্যু পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে আইসিসির এখতিয়ার।

সাকিয়া বলেন, "বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়ার একক ক্ষমতা কেবল আইসিসির। বিসিসিআই শুধুমাত্র নিজস্ব ইস্যুগুলো নিয়ে আইসিসির সাথে আলোচনা করে। বাংলাদেশের ম্যাচের ভেন্যু বদলাবে কি না, তা একান্তই আইসিসির অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।"

লঙ্কাদ্বীপে চোখ বিসিবির

টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের মাটিতে খেলার কথা ছিল টাইগারদের। তবে বিশ্বকাপের মাত্র এক মাস বাকি থাকতে নিজেদের অবস্থানে অনড় বিসিবি বিকল্প প্রস্তাব পেশ করেছে। ভারতের পরিবর্তে শ্রীলংকার মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলার দাবি তুলেছে বাংলাদেশ। এই ভেন্যু জটিলতা নিরসনে আইসিসির ওপর চাপ অব্যাহত রেখেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

অনিশ্চয়তার মুখে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠের লড়াই শুরু হওয়ার কথা থাকলেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—বাংলাদেশ কি শেষ পর্যন্ত এই বিশ্বকাপে থাকছে? যদি আইসিসি বাংলাদেশের ভেন্যু বদলের দাবি মেনে না নেয়, তবে টাইগাররা এই মেগা ইভেন্ট থেকে নিজেদের সরিয়ে নেবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর গুঞ্জন।

আইসিসি বনাম বিসিবির এই স্নায়ুযুদ্ধে শেষ হাসি কে হাসে, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ