৩৭০ রান তাড়া করে নেদারল্যান্ডসের বিশ্বরেকর্ড জয়!

ও’দাউদের ১৫৮ রানের ইনিংসে ইতিহাস গড়ল সহযোগী দেশের ডাচরা
নিজস্ব প্রতিবেদক: আগ্রাসী ক্রিকেটের যুগে রান পাহাড়ও নিরাপদ নয়। সেটিই প্রমাণ করল নেদারল্যান্ডস। ৩৭০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে তারা গড়ল ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস। স্কটল্যান্ডের দেওয়া লক্ষ্য টপকে সহযোগী দেশ হিসেবে রেকর্ড গড়েছে ডাচরা—এটাই এখন পর্যন্ত সহযোগী কোনো দেশের সর্বোচ্চ রান তাড়ায় জয়।
ঘটনাটি ঘটে স্কটল্যান্ডের ডান্ডিতে, যেখানে চলছিল বিশ্বকাপ লিগ-২ এর ত্রিদেশীয় সিরিজ। সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে স্কটিশদের হয়ে ঝড় তোলেন বাঁহাতি ওপেনার জর্জ মুনসি। ১৫০ বলে ১৪ চার ও ১১ ছক্কায় তিনি খেলেন ১৯১ রানের রেকর্ড ইনিংস—সহযোগী দেশের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মাত্র ৯ রান কমে ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও তার ব্যাটে স্কটল্যান্ড তোলে ৬ উইকেটে ৩৬৯ রান।
এরকম বিশাল লক্ষ্যে জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হতো রেকর্ডের চূড়ায় চড়ার কাজ। আর সেই পাহাড় ডিঙিয়েছেন ম্যাক্স ও’দাউদ। ডাচ ওপেনার ১৩০ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় করেন ১৫৮ রান। মুনসির পরদিনই আরেকটি ১৫০ প্লাস ইনিংস—ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বার, একই ম্যাচে দু’জন ব্যাটসম্যান করলেন দেড়শ'র বেশি রান।
ও’দাউদের সঙ্গে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তেজা নিদামানুরু (৫১), নোয়াহ ক্রোয়েস (৫০) ও মিকায়েল লেভিট (৪৪)। লক্ষ্য তাড়ার চাপ মাথায় রেখেও দলীয় প্রচেষ্টায় ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।
স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাফইয়ান শরিফ, তবে সেটি হার এড়াতে যথেষ্ট হয়নি।
ইতিহাসে নেদারল্যান্ডস এখন কোথায়?
এই জয় সহযোগী দলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১১ বিশ্বকাপে ৩২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড গড়েছিল আয়ারল্যান্ড।
সব মিলিয়ে এটি ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। তার ওপরে আছে কেবল দক্ষিণ আফ্রিকার দুটি জয়—২০০৬ সালে ৪৩৫ রান তাড়া করে ও ২০১৬ সালে ৩৭২ রান তাড়া করে।
ও’দাউদের ব্যাটে গর্বিত ডাচরা
বিরল এই জয়ে নায়ক হিসেবে উদ্ভাসিত ম্যাক্স ও’দাউদ। নির্ভীক ব্যাটিং আর একাগ্রতায় তিনি ডান্ডির আকাশে লিখে দিলেন নতুন ইতিহাস। আর সহযোগী দেশ হিসেবে ডাচরা যেন জানিয়ে দিল—তাদের সামর্থ্য এখন শুধু ‘সহযোগী’ শব্দে আটকে নেই।
FAQ (প্রশ্ন-উত্তর):
প্রশ্ন ১: নেদারল্যান্ডস কত রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে?
উত্তর: নেদারল্যান্ডস ৩৭০ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে, যা সহযোগী দেশের মধ্যে বিশ্বরেকর্ড।
প্রশ্ন ২: ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে কে সবচেয়ে বেশি রান করেন?
উত্তর: ডাচ ওপেনার ম্যাক্স ও’দাউদ ১৫৮ রান করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন।
প্রশ্ন ৩: স্কটল্যান্ডের পক্ষে কে সর্বোচ্চ রান করেছেন?
উত্তর: স্কটল্যান্ডের ওপেনার জর্জ মুনসি ১৫০ বলে ১৯১ রানের ইনিংস খেলেন।
প্রশ্ন ৪: ওয়ানডে ইতিহাসে এটা কততম সর্বোচ্চ রান তাড়া করে জয়?
উত্তর: এটি ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল ও কলেজ ভর্তি নিয়ে জানুন সব কিছু
- ২০২৫ একাদশ শ্রেণি ভর্তি: কোন কলেজে কত জিপিএ লাগবে জানুন
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- কলেজ ভর্তি ২০২৫ কবে শুরু? আবেদন ও ভর্তি ফি জানুন বিস্তারিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, টাইগারদের একাদশে ৫ পরিবর্তন
- ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে আবেদন শুরু কবে, জানা যাবে আজ
- এসএসসি ২০২৫ পাসের পর কোন কলেজে কত জিপিএতে ভর্তি নেওয়া হবে?
- কলেজ ভর্তি ২০২৫: বিভাগভিত্তিক সেরা কলেজ তালিকা জেনে নিন
- ২০২৫ কলেজ ভর্তি: আবেদন ফি, যোগ্যতা, ভর্তি ফি ও ভর্তি নিয়ম-জানুন সব
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল ও বিশ্লেষণ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি: দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ, দেখুন ফলাফল
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- বাংলাদেশ বনাম পাকিস্তান: শেষ টি-টোয়েন্টিতে টাইগার একাদশে দুই পরিবর্তন
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৪ জুলাই)