গ্লোবাল লিগে নাঈম-সৌম্য, রংপুর রাইডার্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ক্রিকেটের নতুন ঢেউ গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। গত বছর প্রথম আসরে বাজিমাত করে ট্রফি ঘরে তোলে রংপুর রাইডার্স। এবারও সেই রূপকথার ধারাবাহিকতা রক্ষার আশায় দ্বিতীয় আসরে খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশি এই ফ্র্যাঞ্চাইজি। ১০ জুলাই শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে রংপুর।
দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ও ঠান্ডা মস্তিষ্কের নুরুল হাসান সোহান। তার কাঁধে আবারও শিরোপা ধরে রাখার দায়িত্ব। তবে এবার কিছু চ্যালেঞ্জ থাকছেই। জাতীয় দলের ব্যস্ত সফরসূচির কারণে দলের বাইরে থাকতে হচ্ছে শেখ মেহেদী ও রিশাদ হোসেনদের। তবে সে ঘাটতি পূরণে দলে রয়েছেন সৌম্য সরকার, যিনি এই মুহূর্তে জাতীয় টি-টোয়েন্টি দলে বিবেচনায় না থাকায় গ্লোবাল লিগে রংপুরের হয়ে মাঠ মাতাবেন।
সৌম্যের সঙ্গে দেশি তারকা তালিকায় আছেন নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি ও রাকিবুল ইসলাম। এই দল যেন অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল।
শুধু দেশি নয়, বিদেশি তারকায়ও ভরপুর রংপুর রাইডার্স। কাইল মেয়ার্সের বিধ্বংসী ব্যাটিং, শামসির ঘূর্ণি জাদু, ইব্রাহিম জাদরানের ক্লাসিক স্ট্রোক, ইফতিখার আহমেদের চাপ ঝাড়ার দক্ষতা—সব মিলিয়ে এক জমজমাট ইউনিট। দলে আরও আছেন আকিফ জাভেদ, হারমিত সিং ও খাজা নাফে, যারা যে কোনো দিন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী রংপুর রাইডার্স প্রথম মাঠে নামবে ১৩ জুলাই, প্রতিপক্ষ স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এরপর একে একে মুখোমুখি হবে হোবার্ট হ্যারিকেন্স (১৪ জুলাই), দুবাই ক্যাপিটালস (১৬ জুলাই) ও সেন্ট্রাল স্ট্যাগস (১৭ জুলাই)। চারটি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে মরিয়া থাকবে সোহানের দল।
প্রসঙ্গত, গ্লোবাল সুপার লিগে এবারও অংশ নিচ্ছে পাঁচটি দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি—বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত থেকে। লিগ ছোট হলেও উত্তেজনা বিশাল। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এবারও রংপুর রাইডার্স, যারা আসছে ট্রফির মর্যাদা রক্ষায়, আবারও চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলতে।
রংপুর রাইডার্সের স্কোয়াড:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে।
রংপুরের ম্যাচ সূচি (জিএসএল ২০২৫):
১৩ জুলাই – গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৪ জুলাই – হোবার্ট হ্যারিকেন্স
১৬ জুলাই – দুবাই ক্যাপিটালস
১৭ জুলাই – সেন্ট্রাল স্ট্যাগস
টুর্নামেন্টের মাঠে নামার আগে একটাই প্রশ্ন—সোহানরা কি পারবে রূপকথার পুনরাবৃত্তি ঘটাতে? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কিছুদিন।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জেনেনিন সৌদি আরবে আকামা করতে কত খরচ হয়
- SSC 2025 বোর্ড চ্যালেঞ্জ ফল কবে প্রকাশ হবে? ভর্তি হবে কীভাবে?
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় টি-টোয়েন্টি ২০২৫: একাদশ ও সময়সূচি একনজরে
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম নেপাল: ২-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ
- পুঁজিবাজারে ৮ কোম্পানি ঘোষণা করলো বোর্ড সভার তারিখ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ ফল কবে, বদলালে ভর্তি হবে কীভাবে?
- বাংলাদেশ বনাম নেপাল: আজ মাঠে নামছে দুই দল, জেনে নিন সময় সূচি
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: দুই দলের সম্ভাব্য একাদশ ও ম্যাচ সময়সূচী
- ১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬টি শেয়ার কেনার ঘোষণা
- সাবিনা-ঋতুপর্ণার গোলবন্যা: ২২ গোলের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব