ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

গ্লোবাল সুপার লিগে সাকিব, মাঠে নামবেন রংপুরের বিপক্ষে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৬ ১৪:৫৫:২৮
গ্লোবাল সুপার লিগে সাকিব, মাঠে নামবেন রংপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছেন সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে ডাক পেয়েছেন বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার। এবারের আসরে তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে, আর প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন নিজের পুরোনো বিপিএল দল রংপুর রাইডার্সের বিপক্ষে।

আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি লিগ। পাঁচ দলের অংশগ্রহণে আয়োজিত গ্লোবাল সুপার লিগের এবারের আসরে সাকিবের দুবাই ক্যাপিটালস প্রথম ম্যাচ খেলবে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ১৬ জুলাই মুখোমুখি হবে রংপুর রাইডার্সের সঙ্গে।

দুবাই ক্যাপিটালস নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানায়, দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে সাকিব আল হাসানকে স্কোয়াডে নেওয়া হয়েছে। পোস্টটিতে সাকিবের ছবি ব্যবহার করে ক্যাপশনে লেখা হয়—"দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।"

উল্লেখযোগ্য বিষয় হলো, সাকিবকে নিয়ে আগে থেকেই আলোচনা ছিল যে, তিনি হয়তো খেলবেন রংপুর রাইডার্সের হয়েই। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তব হয়নি। দলটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম এ বিষয়ে বলেন,"সাকিবকে নেওয়া হবে না—এমন কোনো নির্দেশনা ছিল না। এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। দেশের বর্তমান পরিস্থিতিতে সাকিবকে দলে নেওয়া হলে কী প্রতিক্রিয়া হতে পারে, সেটি নিশ্চিত ছিল না।"

এবারের গ্লোবাল সুপার লিগেও আগের মতো কোনো প্লে-অফ পর্ব থাকছে না। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি খেলবে ১৮ জুলাইয়ের ফাইনালে। ফলে প্রতিটি ম্যাচই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাকিবের নেতৃত্বে দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে আরও রয়েছেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, সেদিকউল্লাহ অটল এবং নিরোশান ডিকভেলার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। শক্তিশালী এই স্কোয়াড নিয়ে টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা করছে দুবাই।

সব কিছু ঠিকঠাক থাকলে ১৬ জুলাই রংপুরের বিপক্ষে মাঠে নামবেন সাকিব আল হাসান—যা নিঃসন্দেহে হবে একটি আবেগঘন ম্যাচ। এক সময় যাঁর হাত ধরে রংপুর জয়ের স্বাদ পেত, এবার তিনিই হবেন সেই দলের প্রতিপক্ষ। পুরোনো দলের বিপক্ষে সাকিবের পারফরম্যান্স তাই নজর থাকবে ক্রিকেট দুনিয়ার।

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ