ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

জাতীয় দল থেকে বাদ, এবার বিদেশি দলের অধিনায়ক সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১৭ ১৯:০৬:২১
জাতীয় দল থেকে বাদ, এবার বিদেশি দলের অধিনায়ক সাকিব

দেশের ক্রিকেটে অনুপস্থিত, যুক্তরাষ্ট্রের মায়ামি ব্লেজ দলে নেতৃত্ব দিচ্ছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন অনুপস্থিত সাকিব আল হাসান। গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে শেষবার মাঠে নামেন তিনি। এরপর আর জাতীয় দলে দেখা যায়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তবে ক্রিকেট থেকে দূরে যাননি সাকিব। দেশের বাইরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন নিয়মিতই। এবার তো আরও একধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দলের অধিনায়ক হিসেবে নাম লেখালেন তিনি।

ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন লিগ ‘ম্যাক্স সিক্সটি’ আজ (বুধবার) থেকে মাঠে গড়াচ্ছে। এই লিগে মায়ামি ব্লেজ নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দলের হয়ে খেলবেন সাকিব। শুধু অংশগ্রহণই নয়, এই দলে অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় সাকিবের নেতৃত্ব নিশ্চিত করা হয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দল দুবাই ক্যাপিটালস এর হয়ে গ্লোবাল সুপার লিগে খেলেছেন সাকিব। ওই লিগে চারটি ম্যাচ খেলে তিনি নতুন এই দলে যোগ দিচ্ছেন।

একসময় জাতীয় দলের মূল স্তম্ভ হিসেবে বিবেচিত হলেও বর্তমানে রাজনীতি ও বিতর্কের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন সাকিব। জানা যায়, গত বছরের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় রাজনৈতিক পালাবদলের প্রেক্ষিতে দেশে অস্থিরতা শুরু হলে বিপাকে পড়েন সাকিবও।

শেখ হাসিনার সরকারের সময়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। কিন্তু সরকারের পতনের পর তার বিরুদ্ধেও একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং দেশে আর ফেরেননি।

জাতীয় দলে অনুপস্থিতির ব্যাখ্যা এখনো স্পষ্ট নয়। বিসিবির পক্ষ থেকেও এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তবে জাতীয় দলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব এখনো বেশ সক্রিয়, এবং তার প্রতি বিদেশি দলের আস্থা এখনো অটুট—যার সর্বশেষ প্রমাণ মায়ামি ব্লেজ দলের নেতৃত্ব।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ