ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ কবে, কখন, কোন চ্যানেলে?

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১৮ ১৯:০৬:৪৮
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ কবে, কখন, কোন চ্যানেলে?

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে নতুন চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ এবার পাকিস্তান। তিন ম্যাচের এই হাইভোল্টেজ সিরিজ ঘিরে ইতোমধ্যেই উন্মাদনা ছড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

এই প্রতিবেদনেই জানুন—সিরিজ কবে শুরু, কখন হবে ম্যাচগুলো এবং কোন কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

সিরিজ কবে শুরু, কখন কোন ম্যাচ?

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২০ জুলাই। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আর শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।

প্রথম টি-টোয়েন্টি – ২০ জুলাই (শনিবার)

দ্বিতীয় টি-টোয়েন্টি – ২২ জুলাই (সোমবার)

তৃতীয় টি-টোয়েন্টি – ২৪ জুলাই (বুধবার)

সময়: প্রতিদিন সন্ধ্যা ৬টা

কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচগুলো?

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে থাকছে দুটি চ্যানেল:

টি-স্পোর্টস

নাগরিক টিভি

এই দুই বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে প্রতিটি ম্যাচ। পাশাপাশি মোবাইলে বা অনলাইনেও দেখা যাবে তাদের নিজস্ব স্ট্রিমিং অ্যাপ বা ইউটিউব চ্যানেল থেকে (প্রয়োজনে আলাদা ঘোষণা দেওয়া হবে)।

দুই দলের স্কোয়াডে কী থাকছে?

বাংলাদেশ স্কোয়াডে কোনো পরিবর্তন আসেনি। শ্রীলঙ্কা সিরিজের ১৬ সদস্যের দলকেই রাখা হয়েছে পাকিস্তান সিরিজেও।

অন্যদিকে পাকিস্তান দল এসেছে কিছুটা ভিন্ন রূপে—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদিকে বিশ্রাম দিয়ে নতুনদের নিয়ে তৈরি হয়েছে দল, নেতৃত্বে আছেন সালমান আলী আগা।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, সাইফউদ্দিন।

পাকিস্তান স্কোয়াড:

সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, ফখর জামান, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল, সুফিয়ান মুকিম, সালমান মির্জা, আবরার আহমেদ, হাসান নওয়াজ।

সিরিজ ঘিরে প্রত্যাশা

শ্রীলঙ্কায় সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের। পাকিস্তানের তরুণ ও অনভিজ্ঞ স্কোয়াডের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য এক বড় সুযোগ।

মো: রাজিব আলী

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ