ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ডিএসই’র সভায় IPO সংস্কারে প্রক্রিয়া, মূল্য নির্ধারণ ও ডিজিটালাইজেশন

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১৯ ১৫:২৭:৫০
ডিএসই’র সভায় IPO সংস্কারে প্রক্রিয়া, মূল্য নির্ধারণ ও ডিজিটালাইজেশন

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (IPO) প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও বিনিয়োগবান্ধব করতে প্রয়োজনীয় সংস্কার বিষয়ে আলোচনা করতে আজ (বুধবার) অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং একাডেমিতে আয়োজিত এই সভায় আইপিও প্রক্রিয়ার আধুনিকায়ন, মূল্য নির্ধারণ ব্যবস্থার উন্নয়ন এবং ডিজিটালাইজেশন ইস্যুগুলোকে প্রাধান্য দেওয়া হয়।

সভাটি অনুষ্ঠিত হয় ‘Capital Market Reform: Proposed Changes in Initial Public Offering (IPO) Rules’ শীর্ষক আলোচনার অংশ হিসেবে। এতে অংশগ্রহণ করেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, মাল্টিন্যাশনাল কর্পোরেট প্রতিনিধি, ডিবিএ, বিএপিএলসি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপস্থিত অতিথিরা ও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়

সভায় উপস্থিত ছিলেন ডিএসই পরিচালনা পর্ষদের পরিচালক অধ্যাপক মেজর জেনারেল (অবঃ) মো. কামরুজ্জামান, সৈয়দ হাম্মাদুল করিম, মিনহাজ মান্নান ইমন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুর রহমান, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বিএপিএলসি’র নির্বাহী সদস্য মো. কায়সার হামিদ এবং বিএমবিএ’র প্রেসিডেন্ট মাজেদা খাতুন।

সভায় স্বাগত বক্তব্যে ডিএসই’র সিওও ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুর রহমান জানান, বিএসইসি কর্তৃক গঠিত টাস্কফোর্স আইপিও রুলস সংস্কারের প্রস্তাব জমা দিয়েছে এবং কমিশন স্টেকহোল্ডারদের মতামত চেয়েছে। সেই আলোকে ডিএসই নিজস্ব সুপারিশ পেশ করার জন্য এই সভার আয়োজন করেছে।

মূল প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনার মূল পয়েন্ট

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম। তিনি IPO সংশ্লিষ্ট যে বিষয়গুলো তুলে ধরেন, তা হলো:

আইপিও প্রক্রিয়ার জটিলতা ও সময়ক্ষেপণ কমানোর প্রস্তাব

প্রয়োজনীয় ডকুমেন্টেশন সহজীকরণ ও ডিজিটালাইজেশন

প্রক্রিয়াজাত খরচ হ্রাসে করণীয়

স্টক এক্সচেঞ্জ কর্তৃক কোম্পানির মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিতকরণ

প্যানেল অডিটর ব্যবস্থায় মানসম্পন্ন পরিবর্তনের সুপারিশ

বুক বিল্ডিং পদ্ধতির জটিলতা দূরীকরণ

আইপিও অনুমোদনের নির্ধারিত সময়সীমা নির্ধারণ

আইপিওতে অনাগ্রহের কারণ ও সম্ভাব্য সমাধান

বক্তারা পুঁজিবাজারে ভালো কোম্পানি না আসার পেছনে বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন। যেমন:

আইপিও অনুমোদনে দীর্ঘসূত্রতা

অতালিকাভুক্ত কোম্পানির তুলনায় তালিকাভুক্ত কোম্পানির কম ইনসেনটিভ

কমপ্লায়েন্স ব্যয় বৃদ্ধি ও কর সুবিধার ঘাটতি

ডিজিটালাইজড কমপ্লায়েন্সের অভাব

ভালো কোম্পানির জন্য “গ্রিন চ্যানেল” না থাকা

স্টার্টআপ কোম্পানির ভ্যালুয়েশন সমস্যাসহ প্লেসমেন্ট শেয়ারে স্বচ্ছতা ঘাটতি

তারা এসব সমস্যার সমাধানে যুগোপযোগী কোম্পানি আইন প্রণয়ন, স্পন্সরের সংজ্ঞা পুনর্বিন্যাস, পোস্ট-লিস্টিং কমপ্লায়েন্স সহজীকরণ এবং স্টার্টআপদের জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন।

সভায় অংশগ্রহণকারী স্টেকহোল্ডাররা আশা প্রকাশ করেন, আইপিও রুলসের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে পুঁজিবাজারে গুণগতমানসম্পন্ন কোম্পানির অংশগ্রহণ বৃদ্ধি পাবে। এতে একদিকে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, অন্যদিকে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রবাহ সৃষ্টি হবে।

ডিএসই আগামী দিনে স্টেকহোল্ডারদের মতামত সংকলন করে একটি চূড়ান্ত প্রস্তাবনা বিএসইসি’র কাছে পেশ করবে বলে জানান ডিএসই’র কর্মকর্তারা।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ