ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

জরুরী খবর: টানা ৩ দিনের অবকাশ! ডিসেম্বরের কোন দিনে শুরু হচ্ছে ছুটি?

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ০৬ ২১:৪৯:০৭
জরুরী খবর: টানা ৩ দিনের অবকাশ! ডিসেম্বরের কোন দিনে শুরু হচ্ছে ছুটি?

চলতি মাসেই সরকারি ক্ষেত্রে কর্মরত কর্মীদের জন্য জুটেছে টানা তিন দিন অবকাশ যাপনের সুযোগ। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিনের ছুটি নির্ধারিত হওয়ায়, এর সঙ্গে স্বাভাবিকভাবেই যোগ হতে চলেছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এই যোগসূত্রের কারণে সরকারি কর্মজীবীরা একনাগাড়ে তিন দিনের একটি দীর্ঘ বিরতি পেতে চলেছেন।

এই বছরে সরকারি কর্মচারীদের জন্য সাধারণ ছুটির খাতায় আর দুটি দিনই অবশিষ্ট রয়েছে। এর প্রথমটি হলো ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস এবং দ্বিতীয়টি হলো সেই প্রতীক্ষিত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিন। শেষোক্ত দিনটিই দীর্ঘ ছুটির রাস্তা খুলে দিচ্ছে।

২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদিত, ১৯ দিন মূল ছুটি

অন্যদিকে, যখন চলতি বছরের শেষ দীর্ঘ ছুটির প্রস্তুতি চলছে, ঠিক তখনই আগামী বছরের জন্য সরকারি ছুটির ক্যালেন্ডার অনুমোদনের খবর এসেছে। গত ৬ অক্টোবর বিকালে উপদেষ্টা পরিষদ কর্তৃক ২০২৬ সালের জন্য সরকারি ছুটির তালিকাটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

প্রেস সচিব সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, ২০২৬ সালের জন্য নির্বাহী আদেশ এবং সাধারণ ছুটি— উভয় প্রকার মিলিয়ে মোট ২৮ দিনের ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পুরো তালিকাটিই উপদেষ্টা পরিষদ সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।

তবে ক্যালেন্ডার পর্যবেক্ষণ করলে দেখা যায়, ছুটির এই ২৮ দিনের মধ্যে ৯টি দিনই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়ছে। এর ফলে, কর্মজীবীরা বাস্তবে বা কার্যত মোট ১৯ দিনের মূল ছুটি ভোগ করতে পারবেন বলে উল্লেখ করেছেন প্রেস সচিব।

আল-মামুন/

ট্যাগ: সরকারি ছুটি ছুটি ছুটির তালিকা ডিসেম্বর ছুটি সরকারি ছুটি ২০২৬ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা ২৮ দিনের ছুটি বড়দিন নির্বাহী আদেশে ছুটি বড়দিনের ছুটি টানা ৩ দিনের ছুটি সরকারি ছুটির খবর ডিসেম্বর মাসের ছুটি বড়দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি ডিসেম্বর টানা ছুটি সরকারি চাকরিজীবীদের ছুটি টানা তিন দিনের ছুটি কবে বিজয় দিবস ছুটি ক্রিসমাসের ছুটি বাংলাদেশ ২০২৬ সালের মোট ছুটি উপদেষ্টা পরিষদ ছুটির অনুমোদন ১৯ দিন মূল ছুটি ২০২৬ বড়দিন কবে ছুটির তালিকা অনুমোদন সরকারি কর্মজীবীদের ছুটি ডিসেম্বর 3 days continuous holiday Bangladesh Government holiday news Bangladesh Bangladesh government holiday list 2026 Christmas holiday 2025 Bangladesh December long weekend holiday Govt officials holiday news 2026 public holiday list approval Total number of holidays 2026 Bangladesh 19 main holidays 2026 Bangladesh Victory Day holiday Bangladesh Christmas holiday next to weekend 28 days government holiday 2026 Executive order holiday Bangladesh Holiday list approved by advisory council Govt job holders holiday December ২০২৬ ছুটি Long weekend Holiday list Christmas Public holiday

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ