ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

ঢাকার সেরা তিন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু, জেনে নিন বিস্তারিত

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২৭ ১৪:৩১:০৬
ঢাকার সেরা তিন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু, জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার তিনটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান—হলি ক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং নটর ডেম কলেজ—২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কলেজগুলো প্রতি বছর নিজস্ব নীতিমালা ও কঠোর ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী বাছাই করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই তিন প্রতিষ্ঠানের আবেদন প্রক্রিয়া, সময়সূচি, জিপিএ শর্ত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিস্তারিত তুলে ধরা হলো।

হলি ক্রস কলেজে ভর্তি আবেদন শুরু ৩০ জুলাই

রাজধানীর খ্যাতনামা নারী শিক্ষাপ্রতিষ্ঠান হলি ক্রস কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ৩০ জুলাই ২০২৫ থেকে। আবেদন করতে হবে অনলাইনে, এবং তা চলবে ৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।

এবার বিজ্ঞান বিভাগে ৭৮০টি, মানবিক বিভাগে ২৬০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। প্রতিটি বিভাগেই শূন্য আসনের ভিত্তিতে আবেদন গ্রহণ করা হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কলেজের নিজস্ব পদ্ধতিতে। ৮ আগস্ট বিজ্ঞান বিভাগের লিখিত পরীক্ষা এবং ৯ আগস্ট মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয় নির্ধারিত হয়েছে এসএসসি ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী। প্রতিটি বিভাগের জন্য প্রাসঙ্গিক বিষয়গুলোতে পরীক্ষা নেওয়া হবে যেমন—বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞানসহ বাংলা ও ইংরেজি, অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভূগোল, অর্থনীতি, হিসাববিজ্ঞান, সাধারণ জ্ঞান প্রভৃতি অন্তর্ভুক্ত থাকবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি তালিকা প্রকাশ করা হবে। বিস্তারিত তথ্য ও আবেদন ফর্ম কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে (www.hcc.edu.bd) পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় এই কলেজের পাসের হার ছিল ৯৯.৯৫ শতাংশ, আর ১,০১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, যা প্রতিষ্ঠানটির একাডেমিক সাফল্যের স্পষ্ট প্রমাণ।

সেন্ট যোসেফ কলেজে আবেদন শুরু ২৯ জুলাই, জিপিএ শর্ত রয়েছে বিভাগভেদে

পুরুষ শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল আগামী ২৯ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি আবেদন গ্রহণ শুরু করবে। আবেদন করা যাবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

আবেদন করতে হবে নির্ধারিত লিংক বা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনপত্র পূরণের সময় শিক্ষার্থীদের এসএসসি প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্য দিতে হবে।

লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ও ৯ আগস্ট, এবং তা অনুষ্ঠিত হবে সম্পূর্ণভাবে এসএসসি ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী। বিভাগভেদে পরীক্ষার বিষয় আলাদা। বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ব্যবসায় শিক্ষা বিভাগে থাকবে হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যবসায় উদ্যোগসহ প্রয়োজনীয় বিষয় এবং মানবিক বিভাগে থাকবে ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

বিভাগভেদে ন্যূনতম জিপিএ শর্তও নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জিপিএ-৫, বিজ্ঞান থেকে ব্যবসা বা মানবিকে যেতে চাইলে জিপিএ-৪, আর ব্যবসা বিভাগ থেকে মানবিকে যেতে চাইলে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। সরাসরি মানবিক বিভাগে ভর্তির জন্য জিপিএ-৩ হলেই যথেষ্ট।

এছাড়া যে শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে চান, তাদের নিজ নিজ মূল বিভাগের বিষয়েই ভর্তি পরীক্ষা দিতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি এসএসসি পরীক্ষার জিপিএ যুক্ত করে সমন্বিত মেধা তালিকা তৈরি করে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

নটর ডেম কলেজেও ২৯ জুলাই শুরু হচ্ছে আবেদন

ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী ও সর্বোচ্চ প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজ ২৯ জুলাই ২০২৫ থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু করবে, যা চলবে ৭ আগস্ট পর্যন্ত। আবেদন করতে হবে কলেজের ওয়েবসাইট www.ndc.edu.bd এর মাধ্যমে। এছাড়াও প্রয়োজনীয় আপডেট ও বিজ্ঞপ্তি পাওয়া যাবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ‘NDC Learning’-এ।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলেজটিতে মোট আসন সংখ্যা ৩,২৯০টি। এর মধ্যে বাংলা মাধ্যমে বিজ্ঞান বিভাগে ১,৮১০টি, ইংরেজি ভার্সনে ৩২০টি, মানবিক বিভাগে ৪১০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

বিভাগভেদে ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হলে অবশ্যই জিপিএ-৫ থাকতে হবে। ব্যবসায় শিক্ষায় ভর্তির জন্য জিপিএ-৪ এবং মানবিক বিভাগে ভর্তির জন্য জিপিএ-৩ হলেই আবেদন করা যাবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আলাদা শর্ত আরোপ করা হয়েছে। যেমন, বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় যেতে হলে কমপক্ষে জিপিএ-৪.২৫ এবং বিজ্ঞান বা ব্যবসা থেকে মানবিকে যেতে চাইলে জিপিএ-৩.৫০ থাকতে হবে। এ ছাড়া যাঁরা বিভাগ পরিবর্তন করে আবেদন করবেন, তাঁদের পূর্ববর্তী বিভাগের বিষয়েই ভর্তি পরীক্ষা দিতে হবে।

নটর ডেম কলেজে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। প্রাপ্ত নম্বর ও এসএসসি জিপিএ ভিত্তিতে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর লিখিত, মৌখিক এবং জিপিএ—এই তিনের ভিত্তিতে চূড়ান্ত মেধাক্রম তৈরি করে ভর্তি করা হবে।

প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার সময় ও বিষয় তালিকা দেওয়া থাকবে। ফলাফল ও মনোনীত শিক্ষার্থীদের তালিকা যথাসময়ে কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

ঢাকার এই তিন শীর্ষ কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আবেদন, প্রস্তুতি এবং পরীক্ষার প্রতিটি ধাপে সতর্ক থাকতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম ও সময়সীমা অনুসরণ করে নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করাই সাফল্যের প্রথম ধাপ।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ