ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনার দিন শিক্ষার্থীর সংখ্যা জানালেন অধ্যক্ষ

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২৯ ১২:৩৪:৪৩
উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনার দিন শিক্ষার্থীর সংখ্যা জানালেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরার দিয়াবাড়ি ক্যাম্পাসের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ সেই দিনে প্রায় ৫৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর খাঁন।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এয়ার স্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের স্কুলে প্রতিদিন প্রায় ৮০ থেকে ৮২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকেন। সে হিসেবে বিধ্বস্ত ভবনে সেদিন প্রায় ৫৯০ জন ছাত্র-ছাত্রী ছিলেন।”

অধ্যক্ষ জাহাঙ্গীর খাঁন আরও জানান, “দুর্ঘটনার পর আমাদের প্রধান কাজ ছিল দ্রুত ছাত্রদের খোঁজ নেওয়া এবং তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা। ওই মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কাজ করার সুযোগ ছিল না, কারণ নিরাপত্তা নিশ্চিত করাটাই ছিল প্রধান অগ্রাধিকার।”

ভবনের জানালায় গ্রিল থাকার কারণ নিয়েও তিনি বলেন, “ছোট শিক্ষার্থীদের সুরক্ষার জন্য জানালায় গ্রিল দেওয়া হয়েছে।”

বিল্ডিং নির্মাণ সংক্রান্ত নিয়মকানুন নিয়ে প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন, “মাইলস্টোন ছাড়াও ওই এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আমাদের ভবন রাজউক ও বেবিচকের সব নিয়ম মেনে নির্মিত হয়েছে। মেট্রোরেলের ভবনও আমাদের ভবনের চেয়ে উঁচু। পুরো এলাকা উচ্চতাসম্পন্ন ভবন দিয়ে পরিপূর্ণ।”

অধ্যক্ষের এই বক্তব্য স্কুল ভবনের নিরাপত্তা ও বিধ্বস্ত সেই দিন শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সৃষ্ট নানা প্রশ্নের যথাযথ জবাব হিসেবে বিবেচিত হচ্ছে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ