ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

আজ বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৬ ১১:৪৪:৩১
আজ বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে আজ মাঠে নামছে বাংলাদেশের লাল-সবুজ জার্সিধারীরা। ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের মুখোমুখি হচ্ছে কোচ পিটার বাটলারের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল আত্মবিশ্বাসে ভরপুর। কিছুদিন আগেই তারা ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে শিরোপা ঘরে তুলেছে। সেই সাফল্যের ধারা ধরে রেখে এবার এশিয়ার সবেচেয়ে মর্যাদাপূর্ণ যুবাদের টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাটলারের শিষ্যরা।

দলের অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে গড়া স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আইফেদা খন্দকার ও স্বপ্না রানীর মতো খেলোয়াড়রা, যারা ইতিমধ্যে জাতীয় দলেও খেলে ফেলেছেন। এই দলে অন্তত ৯ জন খেলোয়াড় রয়েছেন, যারা এএফসি নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। লাওসে পৌঁছে কয়েক দিন ধরে অনুশীলনের সুযোগ পাওয়ায় স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়েছে সবার।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বলেন, “এই বাছাইপর্বকে আমরা শুধু পরবর্তী রাউন্ডে ওঠার মঞ্চ হিসেবেই দেখছি না, বরং মূলপর্বের জন্য প্রস্তুতির অংশ হিসেবেও বিবেচনা করছি।” দলের অধিনায়ক আইফেদা আত্মবিশ্বাসী: “নতুন দেশ, নতুন চ্যালেঞ্জ। তবে আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাই।”

লাওসের বিপক্ষে পরিসংখ্যানও বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। দুই দলের আগের তিন দেখায় কখনো হারেনি বাংলাদেশ, আছে অপরাজিত থাকার রেকর্ড। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে বাছাই মিশনে শুভ সূচনা করতে চায় তরুণীরা।

যেভাবে লাইভ দেখবেন খেলা:

ইউটিউব: “LAOFF TV” নামের ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

ফেসবুক: সার্চ করুন — “Bangladesh Women vs Laos Women live match”। বিভিন্ন ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার দেখতে পাবেন।

বাংলাদেশের সামনে পরের দুটি ম্যাচ অপেক্ষা করছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও তিমুর-লেস্তের বিপক্ষে। তাই লাওসের বিপক্ষে জয় তুলে নেওয়া বাছাইপর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

FAQ:

প্রশ্ন: বাংলাদেশ বনাম লাওস অনূর্ধ্ব-২০ নারী ফুটবল ম্যাচ কখন ও কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: বাংলাদেশ সময় ৬ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লাওসের ভিয়েনতিয়ানে অনুষ্ঠিত হবে।

প্রশ্ন: বাংলাদেশ বনাম লাওস ম্যাচ কোথায় লাইভ দেখা যাবে?

উত্তর: ম্যাচটি ইউটিউবে “LAOFF TV” চ্যানেলে ও ফেসবুকে “Bangladesh Women vs Laos Women live match” সার্চ করে লাইভ দেখা যাবে।

প্রশ্ন: বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের শক্তি কেমন?

উত্তর: বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে, সম্প্রতি অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে আত্মবিশ্বাসী।

প্রশ্ন: বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

উত্তর: এইচ গ্রুপে বাংলাদেশ, লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুর-লেস্তে আছে।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ