ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত তরুণরা

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১১ ১৫:৫৭:২২
সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত তরুণরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেশের ৪ হাজার ৯৮৫ জন যুবক ও যুবনারীকে প্রায় ৪৭ কোটি ২৬ লাখ টাকা ঋণ দেবে সরকার। এতে প্রতি জন গড়ে ৯ লাখ ৪৭ হাজার ৪১৮ টাকা করে ঋণ পাবেন। বিশেষ ব্যবস্থায় কেউ কেউ ১০ লাখ টাকাও পেতে পারেন।

সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন,“১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।’”

মহাপরিচালক জানান,২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবক-যুবনারীকে গত এক বছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

যুব সমাজকে মানবসম্পদে পরিণত করতে ফ্রিল্যান্সিং, বায়োগ্যাস প্ল্যান্ট, মোবাইল কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

ইএআরএন প্রকল্পের আওতায় আগামীতে ৯ লাখের বেশি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১,০৭৬ জন যুবককে ট্রাফিক সচেতনতা ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ঢাকাসহ জেলা-উপজেলায় তারুণ্যের উৎসব পালন ও ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কার কার্যক্রমে যুবকদের সম্পৃক্ত করা হয়েছে।

যুব দিবস উপলক্ষে যুব কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ এ বছরও জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে বলে জানান মহাপরিচালক।

তিনি বলেন,“যুবরাই জাতির উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। তাদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।”

দুলামিয়া/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ