ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

আইএল টি-২০’তে সাকিব-মুস্তাফিজ একসাথে, দুবাইয়ে মরুর লড়াই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১২ ২২:১৮:৪২
আইএল টি-২০’তে সাকিব-মুস্তাফিজ একসাথে, দুবাইয়ে মরুর লড়াই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার এবার মরুর মাটিতে একসাথে লড়াই করবেন একই দলের হয়ে। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএল টি-২০)-এর তৃতীয় আসরে দুবাই ক্যাপিটালস দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে ইংলিশ পেসার লুক উড-এর জায়গায় ড্রাফট থেকে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

দুবাই ক্যাপিটালস এবার শক্তিশালী পেস আক্রমণ গড়ে তুলেছে। মুস্তাফিজের সঙ্গে আছেন শ্রীলঙ্কার গতিময় বোলার দুশমন্ত চামিরা এবং আফগান অলরাউন্ডার গুলবাদিন নাঈব। দলের বোলিং আক্রমণে অভিজ্ঞতা ও বৈচিত্র্য যোগ হবে তাদের উপস্থিতিতে।

বাংলাদেশি সমর্থকদের জন্য বাড়তি আনন্দের খবর—গত আসরের মতো এবারও দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর ফলে মরুর গরমে এবার একসঙ্গে দেখা যাবে সাকিব-মুস্তাফিজ জুটিকে, তবে জাতীয় দলের হয়ে নয়, বরং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

আইএল টি-২০’র এই আসরে বিশ্বের তারকা ক্রিকেটারদের ভিড়ে বাংলাদেশি দুই তারকার একসঙ্গে খেলাটা বাড়তি আকর্ষণ তৈরি করবে। মরুর গ্যালারিতে যেমন শোনা যাবে করতালি, তেমনি অনলাইনে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসও ছড়িয়ে পড়বে।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ