ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

১২ বছরের একটা মেয়েকে তিন মাসে ২২৩ বার ধর্ষণ

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৭:৪১:১২
১২ বছরের একটা মেয়েকে তিন মাসে ২২৩ বার ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচার হওয়া ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। জানা গেছে, মাত্র তিন মাসে ২২৩ জন পুরুষের যৌন নিপীড়নের শিকার হয়েছেন সে। মহারাষ্ট্রের স্বেচ্ছাসেবী সংগঠন 'হারমনি ফাউন্ডেশন' এই তথ্য জানিয়ে বলেছে, কিশোরীকে গুজরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন হোটেল ও খামারবাড়িতে নিয়ে নিয়ে এই পাশবিক নির্যাতন চালানো হয়।

পুলিশ একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩শে জুলাই কিশোরীকে উদ্ধার করে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আব্রাহাম মাথাই বলেন, খুলনার এই কিশোরী স্কুলের পরীক্ষায় এক বিষয়ে ফেল করার পর বাবা-মায়ের দম্পতির রোষ ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার করে এক পরিচিত নারী তাকে ভালো কাজের লোভ দেখিয়ে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসে। সেখানে জাল পরিচয়পত্র তৈরি করে তাকে মুম্বাইয়ের দিকে পাঠানো হয়।

উদ্ধারের পর কিশোরী জানায়, তাকে কৃত্রিমভাবে শারীরিক বৃদ্ধির জন্য হরমোন ইনজেকশন দেওয়া হতো। প্রতিনিয়ত তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। মীরা-ভায়ান্দার-ভাসাই-ভিরার পুলিশ জানায়, ঘটনায় চারজন পুরুষ ও দুইজন নারীসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

এ ঘটনার মাঝে, গত সপ্তাহে তেলেঙ্গানার হায়দ্রাবাদে ১৫ বছর বয়সী আরেক বাংলাদেশি কিশোরী থানায় গিয়ে সাহায্য প্রার্থনা করে। ঢাকার বাসিন্দা ওই কিশোরীর অভিযোগ, এক প্রতিবেশী তাকে ভারতে এনে দেহ ব্যবসায় নামিয়েছে। পুলিশ তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের তিনজন নারীসহ আরও কয়েকজন ভুক্তভোগীকে উদ্ধার করে এবং আন্তর্জাতিক যৌনব্যবসা চক্রের সন্ধান পায়।

আব্রাহাম মাথাই বলেন, "যখন কিশোরী আমাকে বলছিল যে তিন মাসে ২২৩ জন তাকে ধর্ষণ করেছে, তার চোখের আতঙ্ক আমি স্পষ্টভাবে দেখতে পেতাম। প্রত্যেক অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর বার্তা দিতে হবে সমাজে।"

স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বলছে, বাংলাদেশ থেকে নারীদের এবং কিশোরীদের পাচারের ঘটনা বিস্তৃত ও উদ্বেগজনক। 'এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন' জানায়, শুধুমাত্র মহারাষ্ট্রে গত পাঁচ বছরে তারা ৫০ জনেরও বেশি বাংলাদেশি নারী ও কিশোরীকে উদ্ধার করেছে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ