ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৪ ২২:৩৩:৪৮
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এসেছে বড় সুখবর। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন প্রজ্ঞাপন জারি করে প্রশিক্ষণ ভাতা ও সম্মানীর হার বৃদ্ধি করেছে। এতে প্রশিক্ষণ দেবেন ও নেবেন—উভয়েরই সুবিধা বেড়েছে। বিশেষ করে প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ করা হয়েছে, আর প্রশিক্ষকদের সম্মানী ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

নতুন হারে প্রশিক্ষণ ভাতা

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী—

যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা এক ঘণ্টা ক্লাস নিলে পাবেন ৩,৬০০ টাকা (আগে ২,৫০০ টাকা)।

উপসচিব ও তার নিচের গ্রেডের কর্মকর্তারা এক ঘণ্টা ক্লাস নিলে পাবেন ৩,০০০ টাকা (আগে ২,০০০ টাকা)।

প্রশিক্ষণার্থীদের জন্য দ্বিগুণ ভাতা

গ্রেড-৯ ও তদূর্ধ্ব কর্মচারীরা প্রতিদিন পাবেন ১,২০০ টাকা (আগে ৬০০ টাকা)।

গ্রেড-১০ ও তার নিচের গ্রেডের কর্মচারীরা প্রতিদিন পাবেন ১,০০০ টাকা (আগে ৫০০ টাকা)।

অন্যান্য সম্মানীও বেড়েছে

কোর্স পরিচালক: প্রতিদিন ২,০০০ টাকা (আগে ১,৫০০ টাকা)

কোর্স সমন্বয়ক: প্রতিদিন ১,৫০০ টাকা (আগে ১,২০০ টাকা)

সাপোর্ট স্টাফ: প্রতিদিন ১,০০০ টাকা (আগে ৫০০ টাকা)

প্রযোজ্য ক্ষেত্র ও সীমাবদ্ধতা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাঠপর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর আয়োজিত প্রশিক্ষণে এই সুবিধা প্রযোজ্য হবে না। প্রশিক্ষণ যদি দিনব্যাপী না হয়, তাহলে দুপুরের খাবারের জন্য কোনো খরচ বরাদ্দ দেওয়া যাবে না। এছাড়া প্রকল্পভিত্তিক প্রশিক্ষণের ক্ষেত্রেও এ প্রজ্ঞাপন কার্যকর হবে না।

FAQ:

প্রশ্ন: সরকারি কর্মচারীদের নতুন প্রশিক্ষণ ভাতা কত?

উত্তর: গ্রেড-৯ ও তদূর্ধ্ব কর্মচারীরা প্রতিদিন ১,২০০ টাকা এবং গ্রেড-১০ ও নিচের কর্মচারীরা ১,০০০ টাকা পাবেন।

প্রশ্ন: প্রশিক্ষকদের সম্মানী কত বেড়েছে?

উত্তর: যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা ঘণ্টায় ৩,৬০০ টাকা এবং উপসচিব ও নিচের কর্মকর্তারা ঘণ্টায় ৩,০০০ টাকা পাবেন।

প্রশ্ন: নতুন প্রজ্ঞাপন কবে থেকে কার্যকর?

উত্তর: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার জারি হওয়া প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকেই কার্যকর হবে।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ