ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানীতে বড় পরিবর্তন

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৪ ২৩:০৭:০৮
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানীতে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের জন্য সুখবর এসেছে—অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন প্রজ্ঞাপন জারি করে প্রশিক্ষণ ভাতা ও সম্মানীর হার বাড়িয়েছে। এতে প্রশিক্ষণ দেবেন এবং নেবেন—উভয় শ্রেণির কর্মচারীরই সুবিধা বেড়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে প্রশিক্ষণার্থীদের ভাতায়, যা আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। প্রশিক্ষকদের সম্মানীও ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

নতুন হারে ভাতা ও সম্মানী নির্ধারণ

আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার নতুন হার কার্যকর হবে। এর মাধ্যমে ২০১৯ সালের পুরনো প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী—

যুগ্ম সচিব ও তার উপরের কর্মকর্তারা এক ঘণ্টার ক্লাস নিলে পাবেন ৩,৬০০ টাকা (আগে ২,৫০০ টাকা)।

উপসচিব ও নিচের গ্রেডের কর্মকর্তারা এক ঘণ্টার ক্লাস নিলে পাবেন ৩,০০০ টাকা (আগে ২,০০০ টাকা)।

প্রশিক্ষণার্থীদের জন্য দ্বিগুণ ভাতা

প্রশিক্ষণার্থীদের ভাতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

গ্রেড-৯ ও তদূর্ধ্ব কর্মচারীরা প্রতিদিন পাবেন ১,২০০ টাকা (আগে ৬০০ টাকা)।

গ্রেড-১০ ও তার নিচের গ্রেডের কর্মচারীরা প্রতিদিন পাবেন ১,০০০ টাকা (আগে ৫০০ টাকা)।

অন্যান্য সম্মানীও বেড়েছে

নতুন হারে—

কোর্স পরিচালক প্রতিদিন পাবেন ২,০০০ টাকা (আগে ১,৫০০ টাকা)।

কোর্স সমন্বয়ক প্রতিদিন পাবেন ১,৫০০ টাকা (আগে ১,২০০ টাকা)।

সাপোর্ট স্টাফ প্রতিদিন পাবেন ১,০০০ টাকা (আগে ৫০০ টাকা)।

সীমাবদ্ধতা ও ব্যতিক্রম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাঠপর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর আয়োজিত প্রশিক্ষণে এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া প্রশিক্ষণ যদি দিনব্যাপী না হয়, তাহলে দুপুরের খাবারের জন্য কোনো ব্যয় বরাদ্দ দেওয়া যাবে না। প্রকল্পভিত্তিক প্রশিক্ষণের ক্ষেত্রেও নতুন এ নিয়ম কার্যকর হবে না।

FAQ:

প্রশ্ন: সরকারি কর্মচারীদের নতুন প্রশিক্ষণ ভাতা কত?

উত্তর: গ্রেড-৯ ও তদূর্ধ্ব প্রতিদিন ১,২০০ টাকা এবং গ্রেড-১০ ও নিচের গ্রেড প্রতিদিন ১,০০০ টাকা পাবেন।

প্রশ্ন: প্রশিক্ষকদের সম্মানী কত বেড়েছে?

উত্তর: যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা ঘণ্টায় ৩,৬০০ টাকা এবং উপসচিব ও নিচের কর্মকর্তারা ঘণ্টায় ৩,০০০ টাকা পাবেন।

প্রশ্ন: এই প্রজ্ঞাপন কবে থেকে কার্যকর?

উত্তর: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকেই কার্যকর হবে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ