ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

প্রধান উপদেষ্টা ড. ইউনূস: "এটা আমার নয়, জনগণের সিদ্ধান্ত"

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৬ ১৯:৪৯:২৫
প্রধান উপদেষ্টা ড. ইউনূস: "এটা আমার নয়, জনগণের সিদ্ধান্ত"

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারপ্রধানের দায়িত্ব নেওয়া তাঁর ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং জনগণের দাবি ও প্রত্যাশার প্রতিফলন। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “এটা আমার সিদ্ধান্ত নয়, এটা সেইসব মানুষের দাবি, যারা পরিবর্তন চেয়েছেন। আমি কেবল তাঁদের সহায়তা করছি।” তিনি জানান, দায়িত্ব পালনের পথে নানা চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে দেশের বাইরে থাকা কিছু রাজনৈতিক শক্তি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তরুণদের ভোটের আকাঙ্ক্ষা

প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মের ভোটের অধিকার প্রসঙ্গে বিশেষভাবে কথা বলেন। তিনি উল্লেখ করেন, গত দেড় দশকে বিপুল সংখ্যক তরুণ ভোটার হয়েছেন। অনেকে ১০ কিংবা ১৫ বছর ধরে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় আছেন। এবার তাঁদের সামনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ

সাক্ষাৎকারে ড. ইউনূস রোহিঙ্গা সংকট নিয়েও স্পষ্ট অবস্থান জানান। তিনি আসিয়ানের বর্তমান সভাপতি দেশ মালয়েশিয়ার কাছে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁর ভাষায়, গত ১৮ মাসে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এতে আগের ১২ লাখ যুক্ত হয়ে সংকট জটিল আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

তিনি জানান, রোহিঙ্গা ইস্যুর দীর্ঘমেয়াদি সমাধানে তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে—আগস্টে কক্সবাজারে, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এবং বছরের শেষে দোহায়।

মালয়েশিয়া সফরের প্রাপ্তি

১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফরে যান ড. ইউনূস। লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও গান স্যালুটের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। তিন দিনের এ সফরে তিনি একাধিক বৈঠক ও আলোচনায় অংশ নেন।

সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও গবেষণা প্রতিষ্ঠানসংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় হয়। এছাড়া সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

১৪ আগস্ট রাতে তিনি দেশে ফেরেন।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ