ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

আজকের ফজরের নামাজের সময়সূচি: রবিবার, ১৭ আগস্ট ২০২৫

ধর্ম ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৭ ১০:১০:২২
আজকের ফজরের নামাজের সময়সূচি: রবিবার, ১৭ আগস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মুসলমানের জীবনে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহতায়ালার প্রতি ইমান আনার পর ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসেব করা হয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজকে। কুরআন ও হাদিসে বারবার গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের ওপর। নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ দেখায়। মুমিন আর কাফেরের মাঝে পার্থক্যের মূল চিহ্নও হলো নামাজ।

আজ রবিবার, ১৭ আগস্ট ২০২৫ ইংরেজি, ২ ভাদ্র ১৪৩২ বাংলা, ২২ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো—

আজকের নামাজের সময় সূচি রবিবার, ১৭ আগস্ট ২০২৫:

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি

নামাজসময়
ফজর ভোর ৪:১৫ মিনিট
জোহর দুপুর ১২:০৬ মিনিট
আসর বিকেল ৪:৩৮ মিনিট
মাগরিব সন্ধ্যা ৬:৩৫ মিনিট
ইশা রাত ৭:৫৩ মিনিট
সূর্যোদয় সকাল ৫:৩৩ মিনিট
সূর্যাস্ত সন্ধ্যা ৬:৩১ মিনিট

ঢাকার সময় থেকে নিচের পার্থক্য যোগ-বিয়োগ করতে হবে—

বিভাগীয় শহরসময়ের তারতম্য
চট্টগ্রাম -০৫ মিনিট
সিলেট -০৬ মিনিট
খুলনা +০৩ মিনিট
রাজশাহী +০৭ মিনিট
রংপুর +০৮ মিনিট
বরিশাল +০১ মিনিট

মুসলমানের জন্য নামাজ কেবল ইবাদতই নয়, বরং দুনিয়ার অন্যায় থেকে বাঁচার এক মহান হাতিয়ার। তাই প্রতিদিন যথাসময়ে নামাজ আদায় করার মাধ্যমে একজন মুমিন প্রকৃত ইমানের স্বাদ পেতে পারে।

তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ