ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ–চীন এক্সিবিশন ২০২৫: অর্থনৈতিক অংশীদারিত্বে নতুন দিগন্ত

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২০ ০০:২৪:৪৭
বাংলাদেশ–চীন এক্সিবিশন ২০২৫: অর্থনৈতিক অংশীদারিত্বে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় বাংলাদেশ–চীন এক্সিবিশন ২০২৫ আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে আরও এগিয়ে নিতে এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে।

যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করছে চীনের গণপ্রজাতন্ত্রী দূতাবাস ও চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (CEAB)। এখানে দুই দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও শিল্প, প্রযুক্তি, বিনিয়োগ সংস্থা এবং বাণিজ্য সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

শুধু প্রদর্শনী নয়, বরং এটি হবে ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার এক কার্যকর প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারীরা সরাসরি ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ পাবে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর অংশ হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ একাধিক মেগা প্রকল্প। এসব উদ্যোগ শুধু অবকাঠামো উন্নয়নে নয়, বরং কর্মসংস্থান, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণেও বড় ভূমিকা রাখছে।

প্রদর্শনীতে থাকছে প্রযুক্তি, প্রকৌশল, নির্মাণ, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, ফিনান্স, ফিনটেক, পরিবহন, লজিস্টিকস, নবায়নযোগ্য জ্বালানি এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতের বিস্তৃত উপস্থিতি।

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য এই আয়োজন হবে চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সাথে নতুন যৌথ উদ্যোগ, প্রযুক্তি সহযোগিতা এবং বাজার সম্প্রসারণের একটি সম্ভাবনাময় দ্বার।

মেলায় আয়োজন করা হবে বিজনেস ডায়ালগ, সেমিনার, ওয়ার্কশপ, ইনোভেশন শেয়ারিং সেশন এবং খাতভিত্তিক আলোচনা। এসব কার্যক্রমে দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা পণ্য, প্রযুক্তি ও সেবার বিষয়ে মতবিনিময় করবে এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের দিক খুঁজে বের করবে।

অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন, বাংলাদেশ এগ্রো-বেইজড প্রোডিউসারস অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বাপমা) এবং বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)।

সবশেষে বলা যায়, বাংলাদেশ–চীন এক্সিবিশন ২০২৫ দুই দেশের অর্থনৈতিক আস্থা ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে যাওয়ার এক অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করবে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ