ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২২ ১২:৩৮:০৭
এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত করার শেষ মুহূর্তে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ওপেনিং পজিশন। আজ, শুক্রবার (২২ আগস্ট), আইসিসির কাছে ১৫ সদস্যের দল জমা দেওয়ার আগে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের সঙ্গী হিসেবে তৃতীয় ওপেনার কে হবেন, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রাথমিক ভাবনায় থাকা নাঈম শেখের সাম্প্রতিক ফর্মহীনতা সমীকরণকে জটিল করে তুলেছে, আর সেই সুযোগে আলোচনায় উঠে এসেছেন অভিজ্ঞ সৌম্য সরকার এবং তরুণ জিসান আলম।

একসময় যাকে তৃতীয় ওপেনার হিসেবে প্রায় নিশ্চিত ভাবা হচ্ছিল, সেই নাঈম শেখ অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন। টি-টোয়েন্টির মেজাজের সাথে মানানসই ইনিংস খেলতে না পারায় এশিয়া কাপের দৌড়ে তিনি এখন অনেকটাই পিছিয়ে পড়েছেন।

নাঈমের ব্যর্থতায় নির্বাচকদের সামনে এখন দুটি ভিন্ন পথ খোলা। একদিকে টপ এন্ড সিরিজে কয়েকটি ম্যাচে নজর কাড়া তরুণ জিসান আলম, যার এখনো আন্তর্জাতিক অঙ্গনে পথচলাই শুরু হয়নি। তাকে দলে নেওয়াটা হবে বড় একটি চমক। অন্যদিকে, ফর্ম আশানুরূপ না হলেও বড় মঞ্চের অভিজ্ঞতাসম্পন্ন সৌম্য সরকার। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে বরাবরই তার নাম আলোচনায় আসে এবং এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

ঘরোয়া ক্রিকেটের এক পরিচিত কোচ ও সাবেক ক্রিকেটারের মতে, এই লড়াইয়ে অভিজ্ঞতাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিতে পারে। তিনি জানান, সৌম্য তার অভিজ্ঞতার কারণে এগিয়ে থাকবেন। তার মতে, "জিসানকে নিয়েও কথা হবে, কিন্তু বড় টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করার অভিজ্ঞতা তার নেই, যা নাঈম শেখের ঘরোয়া লিগে আছে। জিসানকে ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে এবং এই মুহূর্তে তাকে বড় মঞ্চে সুযোগ দিয়ে ব্যর্থতার ঝুঁকিতে ফেলা ঠিক হবে না।" তার বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে নাঈমের চেয়ে সৌম্য সরকারের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।

এই ত্রিধা-বিভক্ত আলোচনা শেষে নির্বাচকরা কি অভিজ্ঞতার ওপর ভরসা রাখবেন, নাকি তারুণ্যের ওপর বাজি ধরবেন, তা জানতে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আনুষ্ঠানিক ভাবে স্কোয়াড ঘোষণা সুত্রের বারাত দিয়ে জানা গেছে কারা থাকতে পারেন স্কোয়াডে।

এশিয়া কাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড (আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি):

ওপেনার: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন।

ওয়ান ডাউন: লিটন কুমার দাস।

মিডল অর্ডার: তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক।

উইকেটকিপার-ব্যাটার: নুরুল হাসান সোহান/সৌম্য সরকার।

স্পিনার: শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

পেসার: মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ