ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৩ ১৭:২১:৪৬
শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি টপ অ্যান্ড সিরিজে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত হতাশার বিদায় নিতে হলো বাংলাদেশ ‘এ’ দলকে। প্রথম পাঁচ ম্যাচে দুটি জয় পাওয়া নুরুল হাসান সোহানের দলকে সেমিফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে কেবল জিতলেই হতো না, সঙ্গে মেলাতে হতো নেট রানরেটের জটিল হিসাবও। কিন্তু সেই সমীকরণ মিলল না। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটের পরাজয়ে গ্রুপপর্বেই থেমে গেল সফর।

ব্যাট হাতে আশার আলো

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেই আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ ‘এ’। ওপেনার জিসান আলম খেলেন দায়িত্বশীল ইনিংস, ৩৮ বলে করেন ৫০ রান। ইনিংসের শেষদিকে ঝড় তোলেন আফিফ হোসেন—মাত্র ২৩ বলে অপরাজিত ৪৯। তার সঙ্গে ইয়াসির রাব্বীও খেলেন ১৫ বলে অপরাজিত ২৫ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় লড়াই করার মতো ১৭৫ রান।

হারভের ঝড়ে সব শেষ

কিন্তু লক্ষ্যটা থামাতে পারেনি বাংলাদেশের বোলাররা। অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনাররা শুরু থেকেই ব্যাট হাতে আগ্রাসী হয়ে ওঠেন। মাত্র ১২ ওভারে তারা তুলে ফেলেন ১২৩ রান। সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিটির হাতে। ম্যাকেঞ্জি হার্ভে খেলেন দুর্দান্ত এক সেঞ্চুরি—৫৩ বলে অপরাজিত ১০২ রান। তার সঙ্গী উইন্টার করেন ৩৫ এবং হ্যারি অপরাজিত থাকেন ২৫ রানে। শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স।

বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৩ ওভারে ২৮ রান দিয়ে নেন ২ উইকেট, মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ১ উইকেট। তবে সেটি হারভের বিস্ফোরক ব্যাটিং থামানোর জন্য যথেষ্ট ছিল না।

ব্যর্থ অভিযানের সমাপ্তি

৬ ম্যাচে মাত্র ২ জয় নিয়েই টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ ‘এ’। সেমিফাইনালের স্বপ্ন থেকে বিদায় নিলেও জিসান, আফিফদের লড়াই অন্তত ভবিষ্যতের জন্য আশার আলো জাগিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ – ১৭৫/৪ (২০ ওভার) [জিসান ৫০, আফিফ ৪৯*, ইয়াসির ২৫*]

অ্যাডিলেড স্ট্রাইকার্স – ১৭৯/৩ (১৮.১ ওভার) [হারভে ১০২*, উইন্টার ৩৫]

ফলাফল: অ্যাডিলেড স্ট্রাইকার্স ৭ উইকেটে জয়ী

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ