ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নতুন নিয়ম: প্রধান শিক্ষকের ভুলে বন্ধ হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৩ ১৮:৪৫:২০
নতুন নিয়ম: প্রধান শিক্ষকের ভুলে বন্ধ হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে প্রদানের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানের ভুল বা অনিয়মের কারণে শিক্ষক-কর্মচারীর বেতন ইএফটিতে পাঠানো নাও হতে পারে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান প্রধান যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা অসতর্কতার কারণে ভুল তথ্য দাখিল করেন, তাহলে এমপিওর টাকা পাঠানো না হলে দায়ভার পুরোপুরি তার ওপর বর্তাবে। এছাড়া, শিক্ষক-কর্মচারীর বেতন নির্ধারণে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

নির্দেশনায় প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ করা হয়েছে, প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বেতন বিল সাবমিট করতে হবে। বিলের একটি কপি অবশ্যই প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে। অনলাইন বিল সাবমিট না করলে শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হলেও আগস্ট মাস থেকে বেতন প্রদানের প্রক্রিয়ায় প্রতিষ্ঠান প্রধানদের মাসভিত্তিক বিল অনলাইনে সাবমিট করার নিয়ম চালু হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগ-ইন করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এরপর তথ্যের ভিত্তিতে ব্যাংক হিসাব নম্বরে বেতন পাঠানো হবে।

যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন আংশিক বা সম্পূর্ণ কর্তন করতে হয়, তা অবশ্যই বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে।

FAQ:

প্রশ্ন: নতুন নিয়ম অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন কিভাবে প্রদান হবে?

উত্তর: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অনলাইনে মাসিক বিল সাবমিট করবেন, এরপর শিক্ষক-কর্মচারীর স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে বেতন ইএফটি মাধ্যমে পাঠানো হবে।

প্রশ্ন: যদি প্রধান শিক্ষক ভুল তথ্য দেন, তাহলে কী হবে?

উত্তর: মূল দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের ওপর থাকবে এবং এমপিওর টাকা ইএফটিতে পাঠানো নাও হতে পারে।

প্রশ্ন: মাসিক বিলের কপি সংরক্ষণ করা কি আবশ্যক?

উত্তর: হ্যাঁ, প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ বিলের কপি সংরক্ষণ করতে হবে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ