ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি: নতুন বিধিমালায় আসছে বড় পরিবর্তন-এনটিআরসিএ

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৬ ১১:২০:০৩
১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি: নতুন বিধিমালায় আসছে বড় পরিবর্তন-এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম বিজ্ঞপ্তি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম।

সোমবার (২৫ আগস্ট) নিজ দপ্তরে আলাপকালে তিনি বলেন,

“১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা ইতিমধ্যে সভা করেছি। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবুও আমরা দ্রুততম সময়ে বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করছি।”

বিধিমালা চূড়ান্ত হলে মিলবে বিজ্ঞপ্তি

চেয়ারম্যান জানান, শিক্ষক নিয়োগের জন্য নতুন বিধিমালা তৈরি করা হয়েছে, যা বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। এই বিধিমালা অনুমোদনের পর বোর্ড সভায় পরীক্ষা পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই প্রকাশ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি।

প্রকাশের সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি বলেন,

“এ মুহূর্তে নির্দিষ্ট করে সময় বলা যাচ্ছে না। কারণ বিধিমালা অনুমোদনের পরও একাধিক সভা করতে হবে। সভাগুলো শেষ না হওয়া পর্যন্ত সঠিক সময় নির্ধারণ করা কঠিন। তবে আমাদের বিধিমালায় প্রতিবছর অন্তত একটি বিজ্ঞপ্তি প্রকাশের নিয়ম রয়েছে, সেটি অবশ্যই বিবেচনায় থাকবে।”

নতুন বিধিমালায় বড় পরিবর্তন

দ্বিগুণ প্রার্থী ভাইভায়

শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। যেমন—৫০ হাজার শূন্য পদ থাকলে, এক লাখ প্রার্থী ভাইভায় অংশ নিতে পারবেন।

অতিরিক্ত উত্তীর্ণ প্রার্থী

শুধু তাই নয়, শূন্য পদের চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে উত্তীর্ণ করা হবে। উদাহরণস্বরূপ, যদি এক লাখ পদ শূন্য থাকে তবে চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন এক লাখ ২০ হাজার প্রার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব এ বিষয়ে বলেন,

“শূন্য পদের দ্বিগুণ প্রার্থী ভাইভায় অংশ নেবেন। আর পদসংখ্যার চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হবে।”

বয়স গণনায় নতুন নিয়ম

আগে বয়স নির্ধারণ করা হতো গণবিজ্ঞপ্তি প্রকাশের সময়। এতে অনেক নিবন্ধিত প্রার্থী বয়স সীমার কারণে আবেদনের সুযোগ পেতেন না।

তবে নতুন বিধিমালায় বয়স গণনা করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে। এর ফলে অনেক প্রার্থী বয়সজনিত বাধা ছাড়াই আবেদন করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার বলেন,

“একজন প্রার্থীর নিবন্ধন সনদ পেতে কয়েক বছর লেগে যায়। ফলে গণবিজ্ঞপ্তির সময় বয়স অতিক্রম হয়ে যায়। এজন্য নতুন বিধিমালায় বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই বয়স গণনা করা হবে।”

পরীক্ষার ধাপেও পরিবর্তন

আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা—এই তিন ধাপের পরীক্ষা আর থাকছে না। পরিবর্তে নতুন বিধিমালায় দুটি ধাপে বাছাই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো একই প্রশ্নে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

সব মিলিয়ে বলা যায়, ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে কিছুটা সময় লাগলেও, নতুন বিধিমালা প্রার্থীদের জন্য বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনছে। বয়স গণনায় নতুন নিয়ম, ভাইভায় দ্বিগুণ প্রার্থী এবং পদসংখ্যার চেয়ে বেশি উত্তীর্ণের সুযোগ—এসব পরিবর্তন অনেকের জন্য আশার আলো হয়ে এসেছে।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ