ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

আলোচনা তুঙে: সেপ্টেম্বরে পদত্যাগ করছেন মোদি?

বিশ্ব ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৯ ১৮:৫৯:১৭
আলোচনা তুঙে: সেপ্টেম্বরে পদত্যাগ করছেন মোদি?

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজনীতিতে বড় প্রশ্ন—নরেন্দ্র মোদি কি সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন? কারণ, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই বয়সসীমাকে ঘিরেই বছর কয়েক ধরে জোর আলোচনা চলছে। বিরোধীরা প্রায়ই বলছেন, ৭৫-এর পর মোদির রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত। এবার এই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে ভাগবত স্পষ্ট ভাষায় বলেন,

“আমি কখনও বলিনি, ৭৫ বছর বয়স মানেই অবসর। আর অন্য কারও জন্যও এমন শর্ত নেই। আমরা স্বয়ংসেবক—সংঘ যে দায়িত্ব দেবে, তাই পালন করব। প্রয়োজনে ৮০ বছর বয়সেও দায়িত্ব নিতে প্রস্তুত আমি।”

বিজেপির অবস্থান: নিয়ম নেই, উদাহরণ আছে

বিজেপি সবসময়ই এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, দল বা সংবিধানে বয়সসীমা নিয়ে কোনও নিয়ম নেই। এমনকি উদাহরণ টেনে বলা হয়েছে, জিতন রাম মাঝি ৮০ বছর বয়সেও মন্ত্রী পদ সামলাচ্ছেন।

বিরোধীদের পাল্টা যুক্তি

অন্যদিকে বিরোধীদের যুক্তি ভিন্ন। তাদের দাবি, অমিত শাহ নিজেই একসময় বলেছিলেন—৭৫ বছরের পর বিজেপি কাউকে প্রার্থী করবে না।

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও নির্বাচনী প্রচারে বারবার বলেছেন, মোদি ৭৫ বছর হলে অবসর নেবেন। তবে পরে অমিত শাহ পরিষ্কার করে দেন, দল বা সংবিধানে এমন কোনও নিয়ম নেই।

ভাগবতের আগের মন্তব্যে রহস্য

এখানেই শেষ নয়। গত জুলাইয়ে নাগপুরে এক অনুষ্ঠানে ভাগবত বলেছিলেন,

“যখন ৭৫ বছরে কেউ অভিনন্দন আর প্রশংসা পায়, তখন বোঝা উচিত, থামার সময় এসেছে এবং নতুনদের জন্য জায়গা ছাড়ার প্রয়োজন আছে।”

এই বক্তব্য ঘিরেই এখন নতুন করে প্রশ্ন উঠছে—মোদির জন্মদিনের পর বিজেপি কি নেতৃত্ব পরিবর্তনের পথে হাঁটবে? নাকি এ সবই বিরোধীদের কল্পনা?

সব মিলিয়ে, সেপ্টেম্বর ঘনিয়ে আসতেই ভারতের রাজনীতিতে মোদির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হচ্ছে।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ