ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

আজ বিকেলে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ০২ ০৯:৩২:২৫
আজ বিকেলে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, সে সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৩টায় নতুন মূল্য ঘোষণা করবে।

বিইআরসি সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সেপ্টেম্বর ২০২৫ মাসের সৌদি সিপি (Contract Price) অনুসারে স্থানীয় বাজারে এলপিজির দাম সমন্বয় করা হবে। একই সঙ্গে অটোগ্যাসের নতুন মূল্যও জানানো হবে।

এর আগে আগস্ট মাসের জন্য গত ৩ আগস্ট এলপিজির দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়।

তবে সেপ্টেম্বর মাসে দাম আবারও কমবে নাকি বেড়ে যাবে—সেটি নিয়ে সাধারণ ভোক্তাদের মধ্যে রয়েছে অপেক্ষা ও কৌতূহল।

তানজিদ তামিম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ