ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত ও অস্ট্রেলিয়া বনাম ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ০৮:১৪:০৪
আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত ও অস্ট্রেলিয়া বনাম ভারত

খেলাধুলার দুনিয়ায় টিভি স্ক্রিনে আজ জমজমাট আয়োজন। ক্রিকেট থেকে ফুটবল—সব ধরণের ম্যাচই থাকছে ভক্তদের জন্য। বিশেষ করে এশিয়া কাপে বাংলাদেশ-ভারত মুখোমুখি লড়াইয়ে নজর থাকবে সবার। পাশাপাশি ইউরোপা লিগ ও লা লিগার একাধিক ম্যাচ থাকছে রাতভর বিনোদনের পসরা সাজিয়ে। দেখে নিন আজকের খেলার সময়সূচি ও কোন চ্যানেলে সম্প্রচার হবে—

টিভিতে আজকের খেলার সময়সূচি

খেলাটুর্নামেন্ট/লিগম্যাচসময় (বাংলাদেশ)সম্প্রচার মাধ্যম
ক্রিকেট এশিয়া কাপ বাংলাদেশ বনাম ভারত রাত ৮টা ৩০ মিনিট টি স্পোর্টস, নাগরিক
ক্রিকেট যুব ওয়ানডে অস্ট্রেলিয়া বনাম ভারত সকাল ১০টা স্টার স্পোর্টস ১
ফুটবল লা লিগা হেতাফে বনাম আলাভেস রাত ১১টা বিগিন অ্যাপ
ফুটবল লা লিগা আতলেতিকো বনাম রায়ো ভায়েকানো রাত ১টা ৩০ মিনিট বিগিন অ্যাপ
ফুটবল লা লিগা সোসিয়েদাদ বনাম মায়োর্কা রাত ১টা ৩০ মিনিট বিগিন অ্যাপ
ফুটবল ইউরোপা লিগ জাগরেব বনাম ফেনেরবাচে রাত ১টা সনি স্পোর্টস ১
ফুটবল ইউরোপা লিগ রিয়াল বেতিস বনাম নটিংহ্যাম রাত ১টা সনি স্পোর্টস ২
ফুটবল ইউরোপা লিগ নিস বনাম রোমা রাত ১টা সনি স্পোর্টস ৫

আজকের দিনটি তাই খেলাপ্রেমীদের জন্য উৎসবের মতো। ক্রিকেটে বাংলাদেশ-ভারতের মহারণ যেমন দৃষ্টি কাড়বে, তেমনি রাতভর ইউরোপিয়ান ফুটবলের উত্তাপও ছড়িয়ে পড়বে টিভি স্ক্রিনে।

আব্দুর রহিম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ