ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ক্রিকেট বিশ্বে শোকের ছায়া: এশিয়া কাপের মাঝেই কিংবদন্তির বিদায়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৪:২১:৫২
ক্রিকেট বিশ্বে শোকের ছায়া: এশিয়া কাপের মাঝেই কিংবদন্তির বিদায়

ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় এবং কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড আর নেই। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ৯২ বছর বয়সে ইংল্যান্ডের বার্নসলের নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান ব্যক্তিত্ব। তার কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার ক্রিকেট আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেছে। এশিয়া কাপের ডামাডোলের মধ্যেই এই কিংবদন্তির প্রয়াণে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

বর্ণাঢ্য আম্পায়ারিং ক্যারিয়ার:

১৯৭০ সালে কাউন্টি ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন ডিকি বার্ড। তার মেধা ও নিরপেক্ষতা দ্রুতই তাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে আসে। ১৯৭৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ২৩ বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করেন, যা এক অবিস্মরণীয় রেকর্ড। এই দীর্ঘ সময়ে তিনি ৬৬টি টেস্ট এবং ৬৯টি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচে আম্পায়ারিং করেছেন।

বিশ্বকাপের তিন ফাইনালের নায়ক:

ডিকি বার্ডের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হলো তিনটি বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা। ক্রিকেট ইতিহাসে খুব কম আম্পায়ারই এই বিরল সম্মান অর্জন করতে পেরেছেন। তার এই অর্জন তাকে ক্রিকেট ইতিহাসের সর্বাধিক সম্মানিত ও সফল আম্পায়ারদের কাতারে স্থান দিয়েছে। তার তীক্ষ্ণ নজর, নির্ভুল সিদ্ধান্ত এবং খেলার প্রতি অসীম ভালোবাসা তাকে সকলের কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল।

নিরপেক্ষতা ও অনন্য ব্যক্তিত্বের প্রতীক:

ডিকি বার্ড তার ক্যারিয়ারজুড়ে নিরপেক্ষতা, দৃঢ় ব্যক্তিত্ব এবং মাঠে তার অনন্য উপস্থিতির জন্য ক্রিকেট ভক্তদের কাছে আজও কিংবদন্তি হয়ে আছেন। তার হাস্যোজ্জ্বল মুখ এবং মাঝেমধ্যে মজার কাণ্ডকারখানা খেলার মাঠে এক ভিন্ন মাত্রা যোগ করত। তিনি শুধু একজন আম্পায়ার ছিলেন না, তিনি ছিলেন ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ, যার উপস্থিতিই ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিত।

তার মৃত্যুতে গোটা ক্রিকেট বিশ্ব শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট মহলের সর্বত্রই কিংবদন্তি এই আম্পায়ারের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তার বর্ণাঢ্য কর্মজীবন এবং ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ