ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

Zakaria Islam

Senior Reporter

আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ভারতের একাদশে থাকছেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৫:৩৪:৪০
আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ভারতের একাদশে থাকছেন যারা

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে উড়ন্ত ফর্মে থাকা ভারত। গ্রুপপর্বে জয়ের হ্যাটট্রিক আর পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা টিম ইন্ডিয়া এই ম্যাচে কেমন দল নিয়ে নামে, তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে, সূত্র বলছে, ভারত সম্ভবত তাদের 'উইনিং কম্বিনেশন' ভাঙতে রাজি নয়।

টপ অর্ডারে সেই পরিচিত মুখ, রানের ফোয়ারা বইতে প্রস্তুত!

ভারতের ইনিংসের শুরুটা করবেন প্রতিভাবান অভিষেক শর্মা এবং শুভমান গিল। এবারের এশিয়া কাপে অভিষেক ধারাবাহিক ভাবে রান করে চলেছেন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে তার বিস্ফোরক ইনিংস দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের বোলারদের জন্যও তিনি এক বড় হুমকি। তার স্পিন বোলিংয়ের ক্ষমতাও দলের জন্য বাড়তি সুবিধা। অন্যদিকে, সুপার ফোরে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন শুভমান গিল। বাংলাদেশের বিপক্ষেও তার ব্যাটে ভরসা রাখছে দল।

মাঝারি সারিতে তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন

তিন নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে তরুণ প্রতিভাবান তিলক ভার্মাকে। এরপর দলের নেতৃত্ব দেবেন টি-টোয়য়েন্টি স্পেশালিস্ট সূর্যকুমার যাদব। উইকেটের পেছনে দস্তানা হাতে থাকছেন সঞ্জু স্যামসন।

অলরাউন্ডারদের ত্রয়ী: ব্যাট-বলের যুগলবন্দী

দলের ভারসাম্য ধরে রাখতে থাকছেন হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে এবং অক্ষর প্যাটেল। এই তিন অলরাউন্ডারই ব্যাট ও বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, যা বাংলাদেশের জন্য বিপদ হয়ে উঠতে পারে।

পেস ও স্পিনে ধার, বুমরাহ ফিরছেন ছন্দে?

স্পিন আক্রমণে দলের হয়ে জাদু দেখাবেন কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। ফাস্ট বোলিং বিভাগে দলের সেরা অস্ত্র জাসপ্রীত বুমরাহ'র খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, তাকে মাঠে নামানোর সম্ভাবনাই বেশি। তার উপস্থিতি বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে।

ইতিহাসের পুনরাবৃত্তি নাকি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প?

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে রাত সাড়ে ৮টায়। টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বারের সাক্ষাতে বাংলাদেশ মাত্র একবার জয় পেয়েছে, যা এসেছিল ২০১৯ সালে ভারতের মাটিতেই। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৫ বারের সাক্ষাতে বাংলাদেশ জিতেছে মাত্র দু'বার, হেরেছে ১৩ বার। ২০১৬ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে টাইগাররা ভারতের কাছে দু'বারই হেরেছিল। পরিসংখ্যান যদিও ভারতের পক্ষেই কথা বলছে, তবে ক্রিকেটে অঘটন ঘটানো অসম্ভব নয়।

ভারতের সম্ভাব্য একাদশ:

অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

আমিনুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ