ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল ৮৯তম বারের মতো

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১২:৫৫:২৮
রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল ৮৯তম বারের মতো

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে ৮৯ বারের মতো পিছালো মামলাটির প্রতিবেদন দাখিলের সময়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আগামী ৪ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান নিশ্চিত করেছেন যে, আজ (২৯ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এই বিপুল পরিমাণ অর্থ ফিলিপাইনে পাচার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, দেশের ভেতরের কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা এই অর্থপাচার ঘটিয়েছে।

ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং তথ্য ও প্রযুক্তি আইনের আওতায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

আব্দুর রহিম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ