ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

বেগুন-মুলা প্রতীক নিয়ে ইসিকে কড়া হুঁশিয়ারি সারজিসের

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ০৬ ১০:৫৪:০৬
বেগুন-মুলা প্রতীক নিয়ে ইসিকে কড়া হুঁশিয়ারি সারজিসের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,“নির্বাচন কমিশনের তালিকায় এমন সব প্রতীক রয়েছে, যেগুলো হাসির খোরাক হয়ে উঠছে। যেমন—মুলা, বেগুন, থালা, বাটি, খাট—এগুলো কমিশনের রুচি ও দৃষ্টিভঙ্গির ঘাটতির পরিচায়ক।”

রোববার (৫ অক্টোবর), পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্কে মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস জানান, এনসিপি নির্বাচন কমিশনের কাছে সাদা বা লাল শাপলা মার্কা চেয়েছিল। প্রয়োজনে প্রতীকে কিছু যোগ করতেও আপত্তি নেই বলেও জানান তিনি। তবে ইসি সেই আবেদন আমলে না নিয়ে ইচ্ছাকৃতভাবে এমন প্রতীক তালিকাভুক্ত করছে, যা দলীয় মর্যাদা ক্ষুন্ন করছে বলেও অভিযোগ করেন।

তিনি বলেন,“নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে, ক্ষমতার অপব্যবহার করছে এবং কোনো এক পক্ষের প্রভাবে চলছে। প্রয়োজনে আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেব।”

এ সময় তিনি ভারতের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, মহানন্দা নদীর উজানে ভারতের ৯টি স্লুইচ গেট হঠাৎ খুলে দেওয়ায় বাংলাবান্ধার একটি গ্রাম বিপর্যয়ের মুখে পড়েছে।

“ভারত যদি প্রতিবেশি হতে চায়, তাহলে তাদের আচরণও প্রতিবেশির মতো হতে হবে। তাদের ইচ্ছামতো গেট খোলা-বন্ধের কারণে বাংলাদেশে এন্টি-ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিন দিন বাড়ছে।”

তিনি বলেন,“সব সময় ভারতের দিন যাবে না। একদিন বাংলাদেশের দিনও আসবে। আমরা সমতা ও ভ্রাতৃত্বের আচরণ চাই। যতদিন শেখ হাসিনাকে ফেরত না দেবে, ততদিন ভারত বাংলাদেশের জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবে না।”

সারজিস অভিযোগ করেন, বাংলাবান্ধায় নদীর পাড়ে বাঁধ নির্মাণের সময় বিএসএফ গুলি ছুড়েছে।

“আমরা নিজেদের মাটিতে ব্লক বসাতে চাইলে ওরা গুলি চালাবে—এই স্পর্ধা আর সহ্য করা হবে না। বিজিবি ও বাংলাদেশের মানুষ এবার উপযুক্ত জবাব দেবে।”

তিনি জানান, এনসিপির পক্ষ থেকে জেলার ৫ উপজেলার ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৩ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে।

মতবিনিময় শেষে গণআন্দোলনে নিহত ও আহতদের স্মরণে মোনাজাত করা হয়। এতে এনসিপি নেতা নয়ন তানবীরুল বারীসহ দলের স্থানীয় ও যুব সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ