ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আজকের খেলার সময়সূচি : আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো, বাংলাদেশ-হংকং ও বাংলাদেশ-আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ১৪ ০৭:১৬:২২
আজকের খেলার সময়সূচি : আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো, বাংলাদেশ-হংকং ও বাংলাদেশ-আফগানিস্তান

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ। একদিকে রয়েছে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ওয়ানডে, অন্যদিকে টেস্টে ব্যস্ত ভারত, পাকিস্তানসহ ক্রিকেটের বড় দলগুলো। ফুটবলেও রয়েছে একাধিক বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ, এশিয়ান কাপের লড়াই এবং আর্জেন্টিনার মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

চলুন দেখে নেওয়া যাক আজকের পূর্ণাঙ্গ খেলার সূচি—

বিভাগপ্রতিযোগিতাম্যাচসময়সরাসরি সম্প্রচার
ক্রিকেট ৩য় ওয়ানডে বাংলাদেশ vs আফগানিস্তান সন্ধ্যা ৬টা টি স্পোর্টস
ক্রিকেট দিল্লি টেস্ট (৫ম দিন) ভারত vs ওয়েস্ট ইন্ডিজ সকাল ১০টা টি স্পোর্টস
ক্রিকেট লাহোর টেস্ট (৩য় দিন) পাকিস্তান vs দক্ষিণ আফ্রিকা বেলা ১১টা টেন ক্রিকেট, এ স্পোর্টস
ক্রিকেট নারী ওয়ানডে বিশ্বকাপ শ্রীলঙ্কা vs নিউজিল্যান্ড বিকেল ৩টা ৩০ মিনিট টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১
ফুটবল এশিয়ান কাপ বাছাইপর্ব বাংলাদেশ vs হংকং সন্ধ্যা ৬টা বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইট
ফুটবল বিশ্বকাপ বাছাই (ইউরোপ) লাটভিয়া vs ইংল্যান্ড রাত ১২টা ৪৫ মিনিট সনি স্পোর্টস ১
ফুটবল বিশ্বকাপ বাছাই (ইউরোপ) পর্তুগাল vs হাঙ্গেরি রাত ১২টা ৪৫ মিনিট সনি স্পোর্টস ২
ফুটবল বিশ্বকাপ বাছাই (ইউরোপ) স্পেন vs বুলগেরিয়া রাত ১২টা ৪৫ মিনিট সনি স্পোর্টস ৩
ফুটবল বিশ্বকাপ বাছাই (ইউরোপ) ইতালি vs ইসরায়েল রাত ১২টা ৪৫ মিনিট সনি স্পোর্টস ৫
ফুটবল বিশ্বকাপ বাছাই (আফ্রিকা) আলজেরিয়া vs উগান্ডা রাত ১০টা ফিফা প্লাস
ফুটবল বিশ্বকাপ বাছাই (আফ্রিকা) নাইজেরিয়া vs বেনিন রাত ১০টা ফিফা প্লাস
ফুটবল বিশ্বকাপ বাছাই (আফ্রিকা) আইভরিকোস্ট vs কেনিয়া রাত ১টা ফিফা প্লাস
ফুটবল বিশ্বকাপ বাছাই (আফ্রিকা) গ্যাবন vs বুরুন্ডি রাত ১টা ফিফা প্লাস
ফুটবল বিশ্বকাপ বাছাই (আফ্রিকা) মরক্কো vs কঙ্গো প্রজাতন্ত্র রাত ১টা ফিফা প্লাস
ফুটবল বিশ্বকাপ বাছাই (আফ্রিকা) সেনেগাল vs মৌরিতানিয়া রাত ১টা ফিফা প্লাস
ফুটবল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আর্জেন্টিনা vs পুয়ের্তো রিকো সকাল ৬টা (১৫ অক্টোবর) Sportzfy অ্যাপ

আজ ক্রিকেটে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ ছাড়াও ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টেস্ট চলছে।

ফুটবলে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাই ম্যাচ ও ইউরোপ-আফ্রিকার একাধিক বিশ্বকাপ কোয়ালিফায়ার।

সবশেষে সকালে আর্জেন্টিনার প্রীতি ম্যাচও খেলাপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ