ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, জানুন প্রতিপক্ষ ও সময়সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ১৭ ১১:০০:৩৮
নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, জানুন প্রতিপক্ষ ও সময়সূচি

অক্টোবরে জাপানের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয়ের পর সেই হতাশা ঝেড়ে ফেলার লক্ষ্যে নামছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দলের নভেম্বরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ইউরোপের মাটিতে মুখোমুখি হবে দুটি আফ্রিকান দল—সেনেগাল এবং তিউনিসিয়ার।

চূড়ান্ত হলো ভেন্যু ও তারিখ

ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নভেম্বরের এই সূচি ঘোষণা করেছে। ১৫ নভেম্বর লন্ডনের ঐতিহাসিক এমিরেটস স্টেডিয়ামে তারা সেনেগালের মুখোমুখি হবে। এর ঠিক তিন দিন পর, ১৮ নভেম্বর, কার্লো আনচেলত্তির শিষ্যরা ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে লড়বে তিউনিসিয়ার বিপক্ষে।

যদিও দুটি ম্যাচই ইউরোপে অনুষ্ঠিত হবে, কিন্তু প্রতিপক্ষ দুটিই আফ্রিকান দেশ। সিবিএফ জানিয়েছে, এই দুই দেশই মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। আসন্ন বিশ্বকাপের আগে আফ্রিকান দলগুলোর বিপক্ষে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতেই এই সূচি সাজানো হয়েছে।

আনচেলত্তির অধীনে মিশ্র ফল

কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল সর্বশেষ অক্টোবর উইন্ডোর এশিয়ান সফরে মিশ্র ফল দেখেছিল। তারা দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সফর শুরু করলেও পরের ম্যাচেই হোঁচট খায় জাপানের কাছে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পরও দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে সেলেসাওরা। এটি ছিল জাপানের বিপক্ষে তাদের প্রথম পরাজয়ের রেকর্ড।

বর্তমানে আনচেলত্তি তার দলের সেরা সমন্বয় খুঁজছেন, যার ফলে তাকে বিভিন্ন পজিশনে নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে দেখা যাচ্ছে। সাবেক রিয়াল মাদ্রিদ কোচের লক্ষ্য হলো—বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচগুলো থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড তৈরি করা। আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ব্রাজিল মোট ৬টি ম্যাচ খেলে ৩টি জয়, ১টি ড্র এবং ২টি হার দেখেছে। তার সাফল্যের হার ৫৫.৬ শতাংশ।

সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যান

নভেম্বরের এই ম্যাচগুলোতে ব্রাজিলের সামনে দুটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে:

সেনেগাল: এই আফ্রিকান দেশটির বিপক্ষে ব্রাজিলের অতীত অভিজ্ঞতা বেশ কঠিন। সর্বশেষ ২০২৩ সালের মার্চে সেনেগালের কাছে ব্রাজিল ৪-০ ব্যবধানে পরাজিত হয়েছিল। তারও আগে ২০১৯ সালে দুই দলের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। অর্থাৎ, সেনেগালের বিপক্ষে এটি হবে সেলেসাওদের তৃতীয় মোকাবিলা এবং তাদের প্রথম জয়ের লক্ষ্য থাকবে।

তিউনিসিয়া: তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের রেকর্ড বেশ শক্তিশালী। ২০২২ সালের সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপের প্রস্তুতির সময় মুখোমুখি হয়ে ব্রাজিল ৫-১ গোলে বড় জয় পেয়েছিল। এর আগে ১৯৭৩ সালের প্রীতি ম্যাচেও তারা ৪-১ গোলে জিতেছিল।

মার্চে ইউরোপ এবং জুনে মারাকানা ভাবনা

চলতি বছরের নভেম্বরেই শেষ হচ্ছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। এরপর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে পরের বছরের মার্চে। সিবিএফ এবং কোচ আনচেলত্তি সেই সময় দুটি ইউরোপিয়ান দেশের সঙ্গে খেলার পরিকল্পনা করছেন।

এছাড়া, জুনে বিশ্বকাপের আগমুহূর্তে স্বদেশি ফুটবলভক্তদের সঙ্গে বন্ধন জোরদার করতে শেষবারের মতো ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে খেলতে চায় ব্রাজিল। তবে জুনের ওই ম্যাচের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ