ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

সরকারি কর্মচারীদের জন্য সুখবর: চলতি মাসেই টানা ৪ দিনের ছুটি পেতে পারেন যারা

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ১৮ ২১:৫৯:১৯
সরকারি কর্মচারীদের জন্য সুখবর: চলতি মাসেই টানা ৪ দিনের ছুটি পেতে পারেন যারা

হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য অক্টোবরের এই মাসটিতে এক চমৎকার অবকাশের হাতছানি। ধর্মীয় আচার-অনুষ্ঠানের ভিত্তিতে প্রাপ্য ‘ঐচ্ছিক’ একটি ছুটির সঙ্গে মাত্র একটি কর্মদিবসের ছুটি মঞ্জুর করিয়ে নিতে পারলেই এই শ্রেণীর কর্মীরা উপভোগ করতে পারবেন চার দিনের দীর্ঘ কর্মবিরতি।

ঐচ্ছিক ছুটি ভোগের বিধি

সারাবছরই দেশের সরকারি চাকরিজীবীরা সাধারণ ও নির্বাহী আদেশের বিভিন্ন অবকাশের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের ভিত্তিতে অতিরিক্ত ঐচ্ছিক ছুটি গ্রহণের সুবিধা পেয়ে থাকেন। বছরব্যাপী এই সুযোগ চালু থাকলেও, এই ধরনের 'ঐচ্ছিক' অবকাশ ভোগের ক্ষেত্রে অবশ্য বিধিবদ্ধ প্রথা অনুসরণ করা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি অর্জন করা অপরিহার্য।

এক দিন ম্যানেজ, চার দিন ছুটি

এই দীর্ঘ বিরতির মূল কেন্দ্রে রয়েছে আগামী সোমবার, ২০ অক্টোবর। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্যামা পূজা উপলক্ষ্যে এই দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে ধার্য রয়েছে।

এই উৎসবের আগেই ১৭ ও ১৮ অক্টোবর পড়ছে সাপ্তাহিক ছুটি— যথাক্রমে শুক্র ও শনিবার। কৌশলটি হলো, এই ছুটির মাঝে থাকা রোববারের (১৯ অক্টোবর) কর্মদিবসটিতে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারী তার প্রাপ্য ছুটি থেকে একদিনের জন্য আবেদন করেন এবং সোমবারের (২০ অক্টোবর) ঐচ্ছিক ছুটিটি ভোগ করেন, তবে তার জন্য ১৭ অক্টোবর থেকে শুরু করে ২০ অক্টোবর পর্যন্ত টানা চার দিন কর্মক্ষেত্র থেকে দূরে থাকার সুযোগ তৈরি হবে।

আমিনুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ