ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষ, জানুন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২০ ২২:৫৬:৩২
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষ, জানুন ফলাফল

আইসিসি নারী বিশ্বকাপ, ২০২৫: স্বর্ণা আকতারের দারুণ বোলিং ও নিগার সুলতানার লড়াকু ইনিংস বৃথা গেল

আইসিসি নারী বিশ্বকাপ, ২০২৫-এর ২১তম দিবা-রাত্রি ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাত্র ৭ রানে হেরে গেল বাংলাদেশ নারী দল। ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে, বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে ২০২ রানে আটকে দিলেও, ব্যাট হাতে শেষ মুহূর্তে স্নায়ুর চাপে পিছিয়ে পড়ায় ১৯৫ রানে থামে টাইগ্রেসদের ইনিংস।

শ্রীলঙ্কা ইনিংস: হাসিনি পেরেরা ও আথাাপাত্তুর দৃঢ়তা

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নারী দল ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে। দলের হয়ে হাসিনি পেরেরা ৯৯ বলে ১৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৮৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া, অধিনায়ক চামারি আথাাপাত্তু ৪৩ বলে ৪৬ এবং নীলাক্ষিকা সিলভা ৩৮ বলে ৩৭ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শোর্না আকতার, যিনি ১০ ওভার বল করে মাত্র ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। তার মিতব্যয়ী বোলিং (ইকোনমি ২.৭০) শ্রীলঙ্কার রানের গতি কমিয়ে দেয়। রাবেয়া খান ২টি এবং মারুফা আকতার, নিশিতা আকতার নিশি ও নাহিদা আকতার ১টি করে উইকেট পান।

বাংলাদেশের জবাব: নিগার সুলতানার একা লড়াই

২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। রুবায়ে হায়দার (০) এবং ফারজানা হক (৭) দ্রুত সাজঘরে ফেরেন। এরপর শারমিন আখতার (৬৪*) এক প্রান্ত ধরে রেখে দলের ইনিংসকে এগিয়ে নিতে থাকেন। তবে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে দলের চাপ বাড়ে।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি ৯৮ বলে ৬ চারের সাহায্যে ৭৭ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। শোর্না আকতারও শেষ দিকে ২৭ বলে ১৯ রান করে কিছুটা আশা জাগান। তবে নিগার সুলতানা ও শোর্না আকতার আউট হলে বাংলাদেশের জয়ের স্বপ্ন ফিকে হয়ে আসে। শেষ ওভারে আথাাপাত্তুর বোলিং তোপে পরপর তিনটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে অধিনায়ক চামারি আথাাপাত্তু ৪২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। সুগন্ধিকা কুমারী ২টি এবং উদেশিকা প্রবোধনি ১টি উইকেট নেন।

শেষ পর্যন্ত, বাংলাদেশের ইনিংস ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রানে থেমে যায়। ফলে শ্রীলঙ্কা নারী দল ৭ রানের ব্যবধানে জয় লাভ করে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ