ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

রশিদ খান, অ্যাডাম জাম্পাকে পেছনে ফেলে রিশাদ হোসেনের বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২৪ ১০:৫২:৪৮
রশিদ খান, অ্যাডাম জাম্পাকে পেছনে ফেলে রিশাদ হোসেনের বিশ্বরেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন, গড়েছেন এক অনন্য মাইলফলক। সিরিজে মোট ১২টি উইকেট শিকার করে তিনি এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন বিশ্ব রেকর্ডের অধিকারী।

এই কৃতিত্বের মধ্য দিয়ে রিশাদ পেছনে ফেললেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে। রশিদ খান ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১১ উইকেট নিয়ে এই রেকর্ডটি নিজেদের দখলে রেখেছিলেন। মাত্র দুই বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিয়ে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশের এই উদীয়মান তারকা।

এক নজরে রিশাদের পারফরম্যান্স

সিরিজজুড়ে রিশাদের ধারাবাহিকতা ছিল নজরকাড়া। প্রথম ওয়ানডেতেই তিনি মাত্র ৩৫ রান খরচ করে একাই তুলে নেন ৬টি উইকেট। বাকি দুই ম্যাচেও তার সাফল্য অব্যাহত ছিল।

তিন ম্যাচের সিরিজে রিশাদের বোলিং পরিসংখ্যান:

প্রথম ওয়ানডে: ৬ উইকেট, ৩৫ রানের বিনিময়ে

দ্বিতীয় ওয়ানডে: ৩ উইকেট, ৪২ রানের বিনিময়ে

তৃতীয় ওয়ানডে: ৩ উইকেট, ৫৪ রানের বিনিময়ে

এই ধারাবাহিক ও আগ্রাসী পারফরম্যান্সের সুবাদে রিশাদ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্পিনারদের সঙ্গে তুলনা হচ্ছেন। রশিদ খান, অ্যাডাম জাম্পা এবং ইমরান তাহিরের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে তিনি জায়গা করে নিয়েছেন রেকর্ডবুকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের সেরা শিকার

স্থানস্পিনারউইকেট সংখ্যাপ্রতিপক্ষসিরিজ সন
রিশাদ হোসেন ১২ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০২৫
রশিদ খান ১১ বনাম বাংলাদেশ ২০২৩
অ্যাডাম জাম্পা ১১ বনাম ইংল্যান্ড ২০১৯
রশিদ খান ১০ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০১৮
ইমরান তাহির ১০ বনাম জিম্বাবুয়ে ২০১৯

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ