ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

ফুটবল বিশ্বে শো'কে'র ছা'য়া : মা'রা গেলেন ব্রাজিল ফুটবলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২৪ ২২:১৬:৩০
ফুটবল বিশ্বে শো'কে'র ছা'য়া : মা'রা গেলেন ব্রাজিল ফুটবলার

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নেমেছে তীব্র বিষাদ। মাত্র দুই দশকে থেমে গেল ব্রাজিলের এক উদীয়মান তারকার পথচলা – সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু ঘটল প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড অ্যান্টনি ইয়লানোর। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় ২০ অক্টোবর ভোরের দিকে।

পিতৃত্বের জন্মদিনের উৎসব শেষে এই তরুণ খেলোয়াড় পিয়াউই রাজ্যের বিআর–৩৪৩ মহাসড়ক ধরে মোটরবাইকে চড়ে ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বাড়ি ফেরার পথে তিনি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। পথ অতিক্রমকারী একটি গরুর সঙ্গে তার দ্রুতগামী মোটরবাইকের প্রচণ্ড সংঘাত ঘটে।

দুর্ঘটনার ভয়াবহতা ও পুলিশি অনুসন্ধান

সংঘাতের প্রচণ্ডতায় ইয়লানোর যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ সূত্রে জানা যায়, এই সংঘর্ষের ফলে গরুটিও মারা গেছে। প্রাথমিক অনুসন্ধানে, তদন্তকারীরা অতিরিক্ত গতিকে দুর্ঘটনার একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তবে তিনি প্রতিরক্ষামূলক শিরস্ত্রাণ (হেলমেট) পরেছিলেন কিনা, সে তথ্য এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ক্লাব ও সতীর্থদের গভীর সমবেদনা

এই দুঃসংবাদে তার বর্তমান ক্লাব পিয়াউই এস্পোর্তে ক্লুব (PEC) গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ উল্লেখ করেছে, “আমরা শোকাচ্ছন্ন। ইয়লানো শুধুমাত্র খেলার মাঠের একজন সদস্য ছিলেন না, বরং তিনি ছিলেন এক প্রেরণাদায়ী যুবক। ২০২৪ সাল থেকে আমাদের দলের অংশ হয়ে তিনি অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে এক অসাধারণ ভূমিকা পালন করেছেন।”

ইয়লানোর ফুটবল-প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন মাত্র দুই মৌসুমেই অনূর্ধ্ব–২০ টিমের হয়ে ২৮টি গোল করে। তার সাবেক দুটি ক্লাব — আসোসিয়াসাও আতলেতিকা দি আলতোস এবং ফ্লুমিনেন্সে–পিআই-ও সামাজিক মাধ্যমে এই প্রতিভাবান তারকার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।

সম্ভাবনাময় ক্যারিয়ারের শেষ

২০২৩ সালে তিনি আলতোসের পক্ষ হয়ে রেমোর বিপক্ষে ব্রাজিলের সিরি–সি লিগে পেশাদার স্তরে পদার্পণ করেন। এই সম্ভাবনাময় ফরোয়ার্ড নিজ ক্লাব পিয়াউইয়ের হয়ে আসন্ন কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব–২০ এবং কোপা সাও পাওলো জুনিয়র টুর্নামেন্টে অংশগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন।

তার অপ্রত্যাশিত প্রয়াণে সমগ্র ব্রাজিলিয়ান ফুটবল মহল জুড়ে এখন গভীর বিষাদের বাতাবরণ। সহকর্মী খেলোয়াড় এবং ভক্তরা সামাজিক মাধ্যমে আবেগপূর্ণ বার্তা লিখেছেন – “একটি অসমাপ্ত স্বপ্ন চিরতরে থমকে গেল, শান্তিতে বিশ্রাম নাও ইয়লানো।”

আমিনুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ