ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

মনোনয়ন না পেয়ে বিএনপি কর্মীদের সড়ক–রেল অবরোধ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৩ ২১:৩৭:৫৯
মনোনয়ন না পেয়ে বিএনপি কর্মীদের সড়ক–রেল অবরোধ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিক্ষুব্ধ কর্মী–সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শহীদ মিনার এলাকায় এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা এ সময় টায়ার জ্বালিয়ে স্লোগান দেন— “দুর্দিনের আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই” এবং “আসলাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।” পরে মহাসড়কের বিভিন্ন স্থানে একযোগে অবরোধ গড়ে তোলা হয়।

এর আগে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে চট্টগ্রাম-৪ আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম প্রকাশ করা হয়। এতে বাদ পড়েন আসলাম চৌধুরী।

এই ঘোষণার পরই তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক ও রেললাইনে অবস্থান নেন এবং অন্তত ৩০টি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালীন বলেন, “প্রার্থী ঘোষণার পর নেতাকর্মীরা আবেগ ধরে রাখতে পারেননি। তারা স্বতঃস্ফূর্তভাবে মহাসড়কে উঠে প্রতিবাদ জানিয়েছেন।”

এদিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, ফৌজদারহাট, ভাটিয়ারী, মাদামবিবিরহাটসহ একাধিক এলাকায় মহাসড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিক্ষুব্ধদের সরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘোষিত প্রার্থী কাজী মুহাম্মদ সালাউদ্দিন বলেন, “দল আমাকে যোগ্য মনে করেছে বলেই মনোনয়ন দিয়েছে। আমি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।”

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ