ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

মনোনয়ন দ্বন্দ্বে টালমাটাল ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে: টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৩ ২২:২৩:১৪
মনোনয়ন দ্বন্দ্বে টালমাটাল ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে: টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মাদারীপুর-১ আসনে জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের ঢেউ আছড়ে পড়ল ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। মনোনয়নবঞ্চিত নেতা সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকীর অনুসারীরা সোমবার রাত আটটা থেকে পাঁচ্চর গোলচত্বরে টায়ার ও কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। প্রায় দুই ঘণ্টার এই সহিংস কর্মসূচির ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় দিকে প্রায় আট কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় নজিরবিহীন যানজট।

বিএনপি মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে কামাল জামান মোল্লাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকীর সমর্থকরা এই তীব্র প্রতিবাদ শুরু করেন। রাত সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে টায়ার পুড়িয়ে এবং লাভলু সিদ্দিকীর পক্ষে স্লোগান দিয়ে সড়কপথ সম্পূর্ণ বন্ধ করে দেন।

প্রত্যাখ্যাত নেতার পক্ষে দাবি ও পুলিশের হিমশিম

বিক্ষোভকারীদের মূল দাবি ছিল— কেন্দ্রীয় নেতৃত্ব যেন দ্রুত কামাল জামান মোল্লার বদলে লাভলু সিদ্দিকীকে মাদারীপুর-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানান, শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামানকে তারা এই পদে মানতে নারাজ।

শিবচর হাইওয়ে পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইওয়ে ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বারবার অনুরোধ জানানোর পরও অবরোধকারীরা সড়ক ছাড়ছিলেন না। তারা লাগাতার লাভলু সিদ্দিকীর পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ আহমেদও একই কথা বলেন; তার মতে, আন্দোলনকারীদের সংখ্যাধিক্যের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। তিনি জানান, গোলচত্বরে মানুষ জড়ো হয়ে লাভলু সিদ্দিকীর পক্ষে স্লোগান দিচ্ছে এবং কাঠ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।

মহাসড়কে অচলাবস্থা, দুর্ভোগে যাত্রী

প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলার কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে চরম যানজটের সৃষ্টি হয়। এই অচলাবস্থার শিকার হন শত শত যাত্রী। যশোর থেকে ঢাকাগামী বাসে আটকে পড়া যাত্রী দিলীপ মোদক রাত পৌনে আটটা থেকে তাদের ভোগান্তির কথা উল্লেখ করে জানান, পাঁচ্চর গোলচত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলায় দু’পাশে বহু গাড়ি দীর্ঘ সময় ধরে থমকে আছে। দীর্ঘ দুই ঘণ্টা ধরে অবরোধ চলায় ফলস্বরূপ উভয় দিকে প্রায় ৮ কিলোমিটার পথে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।

মনোনয়ন প্রক্রিয়া নিয়ে লাভলু সিদ্দিকীর ক্ষোভ

পরিস্থিতি সম্পর্কে রাত ৯টার দিকে যোগাযোগ করা হলে মনোনয়নবঞ্চিত নেতা লাভলু সিদ্দিকী তার ক্ষোভ উগরে দেন। প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তিনি বলেন, "যারা জয় বাংলা বলে এখনো, যাদের চৌদ্দগুষ্টি কোনো দিনও বিএনপি করে নাই। ৫ আগস্টের আগে কোনো দিন শিবচরে তারা আসেনি, তাদের মনোনয়ন দেয় বিএনপি।"

আরও পড়ুন: মনোনয়ন না পেয়ে বিএনপি কর্মীদের সড়ক–রেল অবরোধ

সেনা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর অবশেষে, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিতে বাধ্য হন। হাইওয়ে পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে, রাত ৯টা ৫০ মিনিট নাগাদ মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ